আমি কয়েক বছর যাবত নো ডিপোজিট বোনাসের কাজ করছি কিন্তু প্রফিটের টাকা এই পর্যন্ত উত্তোলন করতে পারি নাই। আমার জানা দরকার যে, আপনারা কি কেউ নো ডিপোজিট বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটের টা্কা উত্তোলন করেছেন? শেয়ার করুন যদি কেহ করে থাকেন তাহলে কোন broker?
Printable View
আমি কয়েক বছর যাবত নো ডিপোজিট বোনাসের কাজ করছি কিন্তু প্রফিটের টাকা এই পর্যন্ত উত্তোলন করতে পারি নাই। আমার জানা দরকার যে, আপনারা কি কেউ নো ডিপোজিট বোনাস দিয়ে ট্রেড করে প্রফিটের টা্কা উত্তোলন করেছেন? শেয়ার করুন যদি কেহ করে থাকেন তাহলে কোন broker?
আসলে নো ডিপোসিট বোনাসের ক্ষেত্রে ব্রোকারগুলো অনেক রুলস এন্ড রেগুলেশন দিয়ে থাকে। সেগুলো ফুলফিল না করলে আপনি যতই প্রফিট করেন না কেন সেই প্রফিটের টাকা উইথড্র করতে পারবেন না। যেমন, কোন ব্রোকার যদি ৫০ ডলার নো ডিপোসিট বোনাস বোনাস অফার করে আর তার সাথে যদি রুলস এন্ড রেগুলেশনে থাকে যে মিনিমাম ৫ লট ট্রেড করতে হবে তাহলে আপনি সেই ৫০ ডলার কে ট্রেড করে ২০০ ডলার বানিয়ে ফেলেন কিন্ত ৫ লট ট্রেড না করা পর্যন্ত সেই টাকা উইথড্র করতে পারবেন না। আর এর সাথে যদি আরও থাকে রুলস এন্ড রেগুলেশনে তাহলে সেগুলোও ফুলফিল করতে হবে।
বোনাস উত্তোলন করতে হলে আপনাকে প্রাপ্ত বোনাসের মোট ২৫গুন সমপরিমাণ লট ট্রেড করতে হবে। এছাড়া বোনাসের অর্থ দিয়ে ট্রেড করে যাই প্রফিট করবেন তার পুরো উত্তোলন করতে পারবেন। প্রফিট উত্তোলনের ক্ষেত্রে নিয়মনীতি ও শর্তগুলো দেখে নিবেন- https://secure.instaforex.com/en/agr...nodepositbonus
আর ইন্সটাফরেক্সের বিভিন্ন Withdraw মেথড গু্লো জানতে নিচের এই লিঙ্কটি অনুসরন করুন-
https://secure.instaforex.com/en/withdrawals
ধন্যবাদ
নো ডিপোজিট বোনাস নেওয়া টা বড় কঠিন ব্যাপার । আমি একবার নো ডিপোজিট বোনাসের জন্য চেষ্টা করতে ছিলাম , কিন্তু তাদের যত নিয়মনীতি তা ফুলফিল করতে পারি নাই। আর প্রফিট উইথড্র তো আরও জঠিল ব্যাপার । আমার মনে হয় এর থেকে ফোরামে লেখালেখি করে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে ট্রেড করে প্রফিট করে উইথড্র করা যায় ।
নো ডিপজিট বোনাস আপনি উত্তোলন করতে পারবেন। কিন্তু তাদের রুলস এন্ড রেগুলেশন ফুল-ফিল করতে হবে। আপনি যতই লাভ করে থাকুন না কেন যদি রুলস এন্ড রেগুলেশন ফুল ফিল করতে না পারেব তাহলে আপনাকে প্রফিট উইথড্র করতে দিবেনা। আপনার প্রয়োজন হবে তাদের এউলস এন্ড রেগুলেশন গুলো ভাল ভাবে জেনে সে মোতাবেক উইইথড্র দেওয়া। তাদের দেওয়া রুলস এন্ড রেগুলেশন গুলি ফুল ফিল হলে উইথড্র করতে পারবেন। সে ক্ষত্রে আপনাকে উইথড্র করতে দিবে।
নো ডিপোজিট বোনাস নিয়ম গুলো অনেক কঠিন। আর আপনি যদি রুলস এবং রেগুলেশন না মানেনে তাহলে ডলার তোলা সম্ভব না। আপনার প্রত্যকটা রুলস মেনে ট্রেড করতে। যে পরিমান ভলইয়ম এ ট্রেড করার কথা বলেচ্ছে সেই পরিমান ভলিয়ম ব্যবহার করতে হবে।
নো ডিপোজিট বোনাস দিয়ে বিভিন্ন ব্রোকারে বিভিন্ন সময়ে আমি ট্রেড করেছি এবং তাদের শর্তমোতাবেক সেই প্রফিটও উত্তোলন করেছি৷এটা কাল্পনিক কিছুই নয়৷আপনি ভালো করে দেখবেন কিছু ব্রোকার নো ডিপোজিট বোনাস দিচ্ছে এবং তাতে কিছু শর্তও আছে৷শর্ত পূর্ণ করতে পারলে আপনি প্রফিট অবশ্যই উইথড্রো দিতে পারবেন৷
আমার ট্রেডিং লাইফ শুরুর দিকে অর্থাৎ ১৪ সালের দিকে আমি বাংলাদেশে বেশ পরিচিত একটা ব্রোকারে ২৫ ডলার নো ডিপোজিট বোনাস নিয়ে ট্রেড শুরু করে ৫ ডলার উইথড্র করতে সক্ষম হয়েছিলাম। তাদের শর্ত খুব শীতিল ছিল বলে তা তুলতে পেরেছিলাম। আর কোন ব্রোকারে নো ডিপোজিট বোনাস তুলতে পারি নি।
খুব ভালো একটি আলোচনা, ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আসলে সেই হিসেবে আমি পড়েছি মার্কেটে অনেক কিছুই বুঝি না তাই অভিজ্ঞ ভাইদের মতামতের উপর ফোরামে পোস্ট করা হয় সেই পোষ্টটি পড়ে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এজন্য অভিজ্ঞ ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য