ভাই আ্মার জানা দরকার যে, কোন কারেন্সির সাথে কোন কারেন্সি বিপরিত।
যেমন আমি জানি: EUR/USD UP হলে USD/JPY Down হয়।
এভাবে আর কোনটি এরকম আরো কিছু আছে জানা থাকলে যদি কেহ জানেন তো আমাকে জানাবেন।
Printable View
ভাই আ্মার জানা দরকার যে, কোন কারেন্সির সাথে কোন কারেন্সি বিপরিত।
যেমন আমি জানি: EUR/USD UP হলে USD/JPY Down হয়।
এভাবে আর কোনটি এরকম আরো কিছু আছে জানা থাকলে যদি কেহ জানেন তো আমাকে জানাবেন।
একটা কারন্সি এর সাথে আরেকটা কারেন্সি সম্পুরকয্যক্ত। যেমন eurusd আপ হলে usdcad ডাউন হতে পারে। এখান usd পেয়ারটি দুইট পেয়ারেই আছে। তাই দুইটা দেশের অর্থনইতিক অবস্থার উপর ভিত্তি করে দুটা দেশের প্রাইচ বা মূল্য নির্ধাওরন করা হয়। এবং দুই দেশের মুল্য পরিবররত্ন হয়।
আপনি যা বলতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন তার নাম হলো 'কারেন্সী কো রিলেশন'৷usd কারেন্সী আপ হলে বা মূল্য বৃদ্ধি হলে usd কারেন্সীর সাথে যতগুলো পেয়ার সংযুক্ত থাকবে ততগুলো পেয়ারই আপ হবে৷আবার usd পেয়ারের বিপরীতে যে কারেন্সী সংযুক্ত থাকবে সেটি অবশ্যই ডাউনে যাবে৷এটাই স্বাভাবিক বিষয়৷যেমন-usd/jpy,usd/cad,usd/chf পেয়ারগুলি আপে গেলে eur/usd,gbp/usd,aud/usd,nzd/usd পেয়ারগুলি স্বাভাবিক ভাবেই ডাউনে যাবে৷
নতুন ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেটে ফোরামে কাজ করতে পারো হলো একটি সৌভাগ্যের ব্যাপার কারণ এই ফোরামের মাধ্যমে আমরা সাধারণত সকল ট্রেডাররা সম্পর্কিত সকল জ্ঞান ধারণা ও তথ্য অর্জন করে থাকি আমাদের দেশে ফরেক্সের কোন শিক্ষাপ্রতিষ্ঠান নেই যার কারণে আমরা সহসায় ফরেক্স সম্পর্কে জানতে পারি না এবং এ বিষয়ে কোনো জ্ঞান অর্জন করতে পারে না এসকল বিষয় সম্পর্কে আমরা ফরমের মাধ্যমে সার্বিক আলোচনা সাপেক্ষে আমরা খুব ভালোভাবে পরীক্ষা উপর কে জানতে পারি এতে করে আমাদের জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিজেদেরকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি