ফরেক্স এ যারা সফল হয়েছন তারা হয়তো অনেকেই রাতের ঘুম হারাম করে ফরেক্স এ প্রচুর সময় দিয়এছেন। ফরেক্স করলে মাথায় অনেক চিন্তা ও থাকে যে আমার ট্রেড এর অবস্থা কি হলো। সফল ট্রেডাররা অনেক বাধা পেরিয়েই সফল হয়েছেন। আর অনেক পরিশ্রম ও করেছেন।
Printable View
ফরেক্স এ যারা সফল হয়েছন তারা হয়তো অনেকেই রাতের ঘুম হারাম করে ফরেক্স এ প্রচুর সময় দিয়এছেন। ফরেক্স করলে মাথায় অনেক চিন্তা ও থাকে যে আমার ট্রেড এর অবস্থা কি হলো। সফল ট্রেডাররা অনেক বাধা পেরিয়েই সফল হয়েছেন। আর অনেক পরিশ্রম ও করেছেন।
অবিশ্বাস্য হলেও সত্য যে আমি গত ৪ বছরে বিশেষ করে প্রথম থেকেই ঘুম হারিয়েছি,ঘাড়ে-মাথায়,পিঠে-কোমরে ব্যাথার বোঝা নিয়েছি,খাওয়া-গোসলের প্রতি বে খেয়াল হয়েছি,আত্নীয়-বন্ধু সবাইকে মিস করেছি...এক প্রকার কয়েদী-বন্দী জীবন যাপন করেছি৷অসংখ্যবার ব্যালেন্স জিরো করেছি৷অনেক সোর্স থেকে ১ লাইন করে শিখেছি৷গাধার মতো পরিশ্রম করেছি৷আর এখন এই মাত্র মার্কেটের সিস্টেমগুলো নিশ্চিত হয়েছি তাই পেছনের কষ্টগুলো ভূলতে বসেছি...!!!
হ্যা ভাই ভাল কথাই বলেছেন ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়, কোন কূল কিনারা খুঁজে পাওয়া যায় না, সবসময় একটা আতঙ্ক ও টেনশন কাজ করে যে কেমন করে প্রফিট করব কিছুইতো বুঝছি না । তবে ধৈর্য ধরে আস্তে আস্তে কঠোর পরিশ্রম করে, সব বাধা অতিক্রম করে, সবকিছু শিখে ও বুঝে সামনে আগানো যায় তাহলে অবশ্যই সফল ট্রেডার হওয়া সম্ভব ।
যেকোন সফলতার পিছনে অনেক পরিশ্রম ও অধ্যবসায় থাকে। ফরেক্স তো আরও বেশী সুতরাং যারা কাঙ্খিত ফলাফলে পেতে চান তাদের এটা পেছনে লেগে থাকতে হবে সব সময় এটা নিয়েই চিন্তা করতে হবে। পরিশ্রম দিয়ে শিখতে পারলে তাহলে আপনি ফরেক্স লাভবান হতে পারবেন। আমি নতুন গত ১বছর যাবত বোঝার চেষ্টা করছি ফরেক্স এর ব্যপার এখনও মাথায় ঢুকছে না তারপরও চেষ্টা করছি ডেমো ট্রেড করছি ৬ মাস যাবত কোন স্টেটেজিকে খুব একটা ভালভাবে ধরতে পারিনি তাই সবচেয়ে নির্ভর যোগ্য স্ট্রেটেজি প্রাইজ একশন বোঝার চেস্টা করছি। তবে আমি আশা বাদি যে, ফরেক্স থেকে আমি আয় করতে পারবো।
ভাই আপনি সত্যই বলেছেন। কারন ফরেক্স মার্কেটে পর্যাপ্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা ছাড়া এখানে কেউ কোনদিন সাফল্য অর্জন করতে পারবেনা। এটা প্রকৃত সত্য ও চরম একটা বাস্তবতা যেটার মধ্য দিয়ে আমাদের সকলকেই হোচট খেতে খেতে অগ্রসর হতে হবে। এখন যারা এই কষ্টকে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে ওভারকাম করতে পারবেন, তারাই হবেন এখানে জয়ী।