-
রিস্ক মেনেজমেন্ট
আমি মানি মেনেজমেন্ট এর কথা বলচ্ছি। আমি যদি ৫ % রিস্ক নিতে চাই প্রতি ট্রেড এ তবে ১০০ ডলার এর একাউন্ট এ একটা ট্রেড ই করা উত্তম। কিন্তু আমি যদি ৫ সেন্ট এর ৪ টা ট্রেড ওপেন করি তাহলে আমার মোট ভলিয়ম হবে ২০ সেন্ট। এখন যদি আমি একই সাথে সবগুলো ট্রেড এ লস করি তাহলে আমি একাউন্ট এর ২০% সাথে সাথে হারাবো।
-
এজন্য অবশ্যই সর্বনিম্ন লটে 0.01 ট্রেড করা নিরাপদ হবে৷আমরা যদি 0.01 সাইজের লটে ৫ টি ট্রেড ওপেন করি তাহলে সর্বোচ্চ রিস্ক থাকবে 5%৷আমার মনে হয় এই 5% এর বেশি রিস্ক না নেওয়াই ভালো৷বেশি রিস্ক নিলে টেনশান বেশি থাকে আর কম রিস্কে কম টেনশান এবং ব্যালেন্স থাকবে ঝুঁকিমুক্ত৷
-
রিস্ক মেনেজমেন্ট বলে কিছু নেই, রিস্ক রেওয়ার্ড রেশিও আছে যেমন : ১.৩, ১.৪, ১.৫ ইত্যাদি । সুতরাং মানি মেনেজম্যান্টটাকেই হয়তবা আপনি রিস্ক মেনেজমেন্ট হিসেবে ধরেছেন । সেজন্য যে কোন ট্রেডকে সিকিউর করার জন্য এবং মূল বেলেন্সের উপর লর্ট সাইজ নির্ধারন করে যে মানি মেনেজমেন্ট সাজানো হয়, আমাদের রিস্কের পরিমানটাকে কমিয়ে আনার ক্ষেত্রে সেই রিস্ক রেওয়ার্ড রেশিওকেই আমরা রিস্ক মেনেজমেন্ট বলে ধারনা করে থাকি বা বলে থাকি ।
-
রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক টু রিওয়ার্ড রেশিও যাই বলি না কেন ফরেক্স এ যদি টিকে থাকতে এর কোন বিকল্প নেই। সুতরাং মানিম্যানেজমেন্ট করা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকমত ব্যবহার শিখতে হবে। ফরেক্স মার্কেট অনিশ্চিত মার্কেট এখানে অাগে থেকেই কিছু বলা যায় তবে আইডিয়া করা যায় যে, মার্কেট কতদুর যেতে পারে কিন্তু শুধু পসিবলিটিস এর সব নির্ভর করা ঠিক নয়। আর তাই রিস্ক টু রিওয়ার্ড ব্যবহার করতে হয় না হলে একটি ট্রেড ই আপনার একাউন্ট কে জিরো করতে যথেষ্ট।
-
সব সময় কম লটে ট্রেড করা ভাল কারন একাউন্টে যদি ব্যালেন্স পর্যাপ্ত না থাকে তাহলে পরবর্তী ট্রেড নিতে হলে আপনাকে চলতি ট্রেডটি ক্লোজ করার পর নিতে হবে। কারন বড় লটে একটি ট্রেড নিলে সেটি কিছুটা আপনার বিপরীতে গেলেই আপনার মার্জিন মাইনাসে চলে যাবে ফলে আর কোন ট্রেড আপনি নিতে পারবেন না যতক্ষন না চলতি ট্রেডটি ক্লোজ করছেন তাই বেশি বড় লটে ট্রেড না করে কম লটে ট্রেড করাটা অনেক বেশি নিরাপদ। হয়ত লাভ একটু কম হবে কিন্তু আপনার একাউন্টটি সুরক্ষিত থাকবে।
-
আমার জানা মতে আপনি যদি মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে কম লট নিয়ে ট্রেড করতে পারেন তাহলে আপনার এ্যাকাউন্ট সবচেয়ে বেশি ঝুকিমুক্ত থাকবে। আর যদি লোভ করে বেশি লট বা ওভার ট্রেডে লিপ্ত থাকেন তাহলে আপনার এ্যাকাউন্টি সব সময় একটা ঝুকি মুখে থাকবে। আবার হয়তো বা আপনার ভুলের কারণে আপনার এ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হতে পারে। এজন্য আমি মনে করি সব সময় রিক্স না নিয়ে ঝুকিমুক্তভাবে ট্রেডিং কৌশল পরিচালনা করা শিখুন তাহলে ভবিষ্যতে আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরী সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট মেইনটেইন না করতে পারলে এখানে টিকে থাকতে পারবেন না। ৫% আমার কাছে একটু বেশি মনে হয় আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ২% থেকে ৩% নিতে পারলে আরো ভালো করা সম্ভব হবে। আর যদি ১০০ ডলার ডিপোজিট হয় তবে একটি ট্রেডই যথেষ্ট ওভার ট্রেড করে ঝুকি বাড়ানোর কোনো দরকার নেই।
-
এবং আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমরা যদি বিশ্ব অর্থনীতি এবং আর্থিক বাজারগুলির সঠিক জ্ঞান এবং সঠিক বোঝাপড়া নিয়ে বাণিজ্য করতে পারি তবে আমরা ফরেক্স ট্রেডে সাফল্য পেতে পারি। এবং যে কোনও ব্যক্তি ফরেক্স ট্রেডিংকে জীবনের ক্যারিয়ারের ব্যবসায় হিসাবে গড়ে তুলতে পারে। এটি যোগ দেওয়া সহজ তবে ফরেক্স থেকে পাওয়া শক্ত। এটি দ্রুত অর্থোপার্জনের প্রোগ্রাম নয়। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য অনেক সময় এবং প্রচেষ্টা প্রয়োজন। একটি ডেমো অ্যাকাউন্ট এবং সত্যিকারের ট্রেডিংয়ের দক্ষতা শেখার এবং বিল্ডিংয়ের দিকে প্রথমে আপনার সমস্ত মনোযোগ দিন। ফরেক্স শিখতে মনে রাখবেন এটি কখনই শেষ হয় না তাই প্রতিটি আবহাওয়া আপনার বাণিজ্য জিততে বা হারাতে শেখার চেষ্টা করুন।
-
আমার মতে ১০০ ডলার ব্যলেন্স নিয়ে ১০% রিস্ক নেওয়া যেতে পারে মানে ০.০২ সেন্ট করে ৫ টি ট্রেড এন্ট্রি দিতে পারেন। আমি এভাবেই ট্রেড এন্ট্রি দেই এবং স্টপ লস এবং টেক প্রফিট ব্যযহার করি।