আমি কিছু দিন ধরে ট্রেড করছি। আমি ট্রেড করে কিছু লাভ করতে পেরেছি। এখন ডলার উঠাতে চাচ্ছি। আমি স্ক্রিল এর মাধ্যমে ডলার ঊঠাতে চাচ্ছি। এখন স্ক্রিল এ আমার একাউন্ট আছে। আমি স্ক্রিল এর মাধ্যম এ ইন্সটাফরেক্স থেকে টাকা তুলতে চাচ্ছি এবং স্ক্রিল থেকে ডাচ বাংলা ব্যাংকে উঠাতে চাই। আপনারা কে কিভাবে ফরেক্স থেকে টাকা ঊঠাচ্ছেন দয়া করে শেয়ার করবেন। এবং কোন মাধ্যমে আমি সহজে টাকা তুলত্তে পারব।