আমি যত ট্রেড করি তাতে আমার সব লস হয় না। আমি গড়ে লাভবান থাকি। কিন্তু সপ্তাহ শেষ দিকে ধীরে ধীরে লসে পরে যাই। আমি যা প্রফিট করি তা আস্তে আস্তে লস খেতে থাকি। আপ্নারা কিভাবে মার্কেট থেকে বেশি প্রফিট করতে পারছেন।
Printable View
আমি যত ট্রেড করি তাতে আমার সব লস হয় না। আমি গড়ে লাভবান থাকি। কিন্তু সপ্তাহ শেষ দিকে ধীরে ধীরে লসে পরে যাই। আমি যা প্রফিট করি তা আস্তে আস্তে লস খেতে থাকি। আপ্নারা কিভাবে মার্কেট থেকে বেশি প্রফিট করতে পারছেন।
কারন আপনার মানি মেনেজমেন্ট হয়তবা ঠিকমত হচ্ছে না, আর সে কারনেই মনে হয় যে সপ্তাহের শুরুতে লাভ নিতে নিতে শেষে গিয়ে সব লস হয়ে যায়। সেজন্য বলব ভাই আপনি মাসে মনে করেন ১০ টা ট্রেডের মধ্যে ৬ টাতে লস করলেন আর ৪ টাতে লাভ করলেন, সুতরাং এভারেজে যেন লাভ থাকে সেরকম করেই আপনাকে মানি মেনেজমেন্টটা সাজাতে হবে তানাহলে আপনার প্রফিটকে কখনই টিকিয়ে রাখতে পারবেন না।
ফরেক্স এ লাভ ধরে রাখতে চাইলে আপনাকে ট্রেড কম করতে হবে। সঠিক সিগন্যাল দেখে ট্রেড করতে হবে। আর মানিম্যানেজমেন্ট সঠিকভাবে প্রয়োগ করতে হবে। বিশেষ করে স্টপলস যা কিনা আমাদের বার বার হিট করে আর লস হয়, স্টপলস সেট করতে হবে মার্কেট এর ভোলাটিলিটির উপর বিবেচনা করে, বেশী ছোট স্টপলস ব্যবহার করলে হিট করবে আর লস হবে। আপনার উচিত আরও বেশী পরিমানে ডেমো ট্রেড করা সাথে রিয়েল ট্রেডও করতে পারেন। সকল প্রকার পরীক্ষা নিরিক্ষা করবেন ডেমোতে তাহলে রিস্ক কম থাকবে।
আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি ওয়েডিং পরবর্তী সময় আমি যদি লাভ করি তা ক্ষণস্থায়ী সময়ের জন্য থাকে এবং পরবর্তীতে তা আবার পুনরায় লঞ্চের দিকে ধাবিত হয় কিন্তু যদি আমি সেই ট্রেডিংয়ের লস করি তবে তা সময়ের ক্ষেত্রে বাড়তে থাকে বাড়তে বাড়তে একপর্যায়ে আমার ব্যালেন্স শূন্য হয়ে যায় কিন্তু তা আর ফিরে আসে না আসলে এটা আমার ভাগ্যের দোষ দিব নাকি আমার সঠিক জানা নেই কিন্তু বিষয়টি নিয়ে আমি অনেকবার ভেবেছি যে যদি লাভ হয় তাহলে অল্প কিন্তু লস হলে এত বেশি কেন?
এই সমস্যাটি আমাদের প্রত্যেকের মাঝেই সুস্পষ্ট। আমরা অনেকেই আছি যারা ট্রেড করি কিন্তু প্রফিট রাখতে পারি না। এটা একটা বড় problem। এর জন্য আমরা নিজেরাই দায়ী।
একটা উদাহরণ দিচ্ছি:
ট্রেড করার সময় এমন হয় আজকে ট্রেড করলাম ২০ ডলার প্রফিট হলো। প্রফিট করে আমি খুশি হতে গেলাম এর পর আবার ট্রেড দিলাম কিন্তু এবার আমি loss করলাম। তারপর রাগের মাথার রিভেঞ্জ ট্রেড করলাম আরো loss করলাম এমন হয়। তাই না?
এমন কেনো হয় ? একবার নিজেকে প্রশ্ন করেছেন?
এমন হবার কারণ এক মাত্র আপনি নিজেই। আপনি যখন প্রথম ট্রেড টা করেছিলেন ওটা আপনার ঠান্ডা মাথার এনালাইসিস ছিল তাই প্রফিট টা হয়েছে।
দ্বিতীয় ট্রেড টা অনেক খুশির কারণে একটা ভুল এনালাইসিস ছিল তাই loss করেছেন। আর তৃতীয় ট্রেড টা করেছেন রাগের মাথায়।
এই কথা গুলো কেনো বললাম?
কারণ একটাই ধরুন আপনার ১০০০ ডলার ইনভেস্ট আছে আপনি প্রতিদিন ১০/১৫ ডলার প্রফিট টার্গেট রাখেন যখন আপনার ১০/১৫ ডলার প্রফিট হবে এর পর আর ওইদিন ট্রেড করবেন না। যা পেয়েছেন আলহামদুলিল্লাহ । এভাবে যদি মেইনটেইন করেন তাহলে মাসে আপনার প্রফিট এবং লস মিলে এভারেজ ১৫০/২০০ ডলার প্রফিট থাকবে।
১০০০ ডলার একাউন্ট এ মাসে ১৫/২০% আসা টা অনেক বেশি। কিন্তু আমরা তাতে সুখী না। আমাদের আরো দরকার। একদিন ৫০০ ডলার প্রফিট লাগবে। তাই loss টা বেশি করি। আর বলি forex ভাল না। এরকম অবস্থা থেকে যতদিন আমরা বের না হতে পারব ততদিনে প্রফেট ধরে রাখা সম্ভব নয়।
আমি যেহেতু একজন নতুন ট্রেডার সেক্ষেত্রে আমার নিজের ব্যালেন্স টিকিয়ে রেখে ক্ষুদ্র ক্ষুদ্র প্রফিট করার চেষ্টা করি। আর ট্রেড করে যদি প্রফিট হয় সেই ট্রেড উইড্রো দেয়ার চেষ্টা করি। কেননা নতুন অবস্থায় আমার অল্প প্রফিট এটা আমার কাছে বড় পাওনা। আপনার যেহেতু প্রফিট টিকিয়ে রাখতে পারেন না সেক্ষেত্রে ঘনঘন ট্রেড করা থেকে বিরত থাকবেন পর্যাপ্ত এনালাইসিস নিখুঁতভাবে ট্রেড করবেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ রেখে ট্রেড করতে হবে। আমরা তখনই লস করে যখন নিয়মবহির্ভূত ট্রেড করে থাকি।
ফরেক্স মার্কেটে দক্ষতার অভাবে আমরা প্রফিট নিয়ে টিকে থাকতে পারিনা।আমরা যদি ফরেক্স মার্কেটে একটু প্রফিট করতে পারি তাহলে সাথে সাথে উত্তোলন করার জন্য ব্যস্ত হই।প্রফিট না উত্তোলন করা পর্যন্ত আমাদের চখে ঘুম থাকে না।এরপর আবার লস করি।লস এমাউন্ট পূরণ করতে না পারলে ডলার উত্তোলন করা যাবেনা।এর জন্য আবার বড় লটে ট্রেড ওপেন করে একাউন্ট্ ফাকা করে ফেলি।
আমাদের ধৈর্য্য কম থাকে বিধায় ফরেক্স মার্কেট আমরা টিকে থাকতে পারিনা। একবার যদি লস হয় তবে আমাদের মাথা নষ্ট হয়ে যায় কখন এই লসটুকু পূরন করতে পারবে আর সেই জন্য ওভার লটে ট্রেড করি ধরা খাই। ছোটোখাটো প্রফিট হলে উত্তোলন না করে আরো বেশি করার মানসিকতা থাকে আমাদের মধ্যে যার ফলে শুধু লস নিয়ে ফিরে আসতে হয়।
আমাদের টিকে থাকার জন্য আসলে অনেক জ্ঞান এবং দক্ষতার দরকার ফরেক্স মার্কেটে আমরা আসলে নিতান্তই শিশু যে কারণে আমরা প্রতিবাদ প্রতি পদক্ষেপে ভুলের কারণে আমরা ফরেক্স মার্কেট থেকে দূরে সরে যায় মার্কেটে টিকে থাকতে হলে হান্ডেট পার্সেন্ট ধৈর্যশীল হতে হবে কারণ আমার নিজের একটি উদাহরণ দিয়েই বোঝাই অনেক সময় আমি একটি ট্রেড ওপেন করে দীর্ঘ সাত দিন যাবত বলেছিলাম কিন্তু আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি বিধায় আমাকে একটু সময় বেগ পেতে হতো অনেক সময় দেখা যায় মার্কেট পরবর্তী সময় ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা আমার জন্য একটি সফলতার অন্যতম কারণ ছিল এতে করে আমি বেস্ট সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও ফরেক্স মার্কেটে তাড়াহুড়ো করাটা বোকামি তাই ফরেক্স মার্কেটে ধৈর্য সেটা অবশ্যই কাজ করতে হবে