পারলে আনসার দেন।
আপনার বেলেন্স ১০০ দলার। আপনি কোন লিভারেজ নিলেন না। মানে ১ নিলেন। তাহলে আপনি কত লট এর ট্রেড ওপেন করতে পারবেন।
যারা আনসার দিবেন তাদের জন্য আছে বোনাস জা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন।
Printable View
পারলে আনসার দেন।
আপনার বেলেন্স ১০০ দলার। আপনি কোন লিভারেজ নিলেন না। মানে ১ নিলেন। তাহলে আপনি কত লট এর ট্রেড ওপেন করতে পারবেন।
যারা আনসার দিবেন তাদের জন্য আছে বোনাস জা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন।
ভাই আপনার প্রশ্নের আগা মাথা কোন কিছুই বুঝতে পারলাম না। প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে বললে আমাদের সুবিধা হত। তবে আপনি যে কথাটার এখানে ইঙ্গিত করেছেন যে ১০০ ডলারে লিভারেজ ছাড়া লর্ট কত রেখে ট্রেড করা যায় ঠিক এটাইতো আপনার প্রশ্ন, সুতরাং এক্ষেত্রে বলা যায় যে ১০০ ডলারে আপনি সর্বোচ্চ ০.০১ সেন্টে ট্রেড করতে পারবেন যদি কোন রিস্ক না নিতে চান তাহলে।
আপনার প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ তা হলো-মাত্র 10 সেন্ট ভলিয়ম দিয়ে আপনি ট্রেড ওপেন করতে পারবেন৷এখন আমার প্রশ্ন হলো-আপনি কীভাবে,কোথা থেকে এবং কত ডলার বোনাস দিবেন ? যদি দিতে পারেন তাহলে এখন এই মুহূর্তে দিয়ে দেন এবং আশা করছি এই ধরনের কুইজ পারলে আরো বেশি বেশি দিবেন৷দেখি আমরা কে কত প্রশ্নের উত্তর দিতে পারি আর আপনি আমাদেরকে কত ডলার বোনাস দিতে পারেন৷এই সব কুইজের মাধ্যমে আমরা হয়তো নতুন অনেক বিষয় জানতে পারবো৷
আমার মনে হয় ১:১ লিভারেজ নিয়ে সে যদি ট্রেড করে এবং তার ডিপোজিট ১০০ ডলার হয় তাহলে সে কোন ট্রেড ওপেন করতে পারবে না। কারন বর্তমান মার্কেট অনুযায়ী eur/usd পেয়ারে 1.1648 তে সর্বনিম্ম লট সাইজ ০.০১ লটে ট্রেড নেওয়া হলে তার এই ট্রেড জন্য মার্জিন প্রয়োজন ১১৬.৪৬ ডলার। তাই এই ডিপোজিটে কোন ট্রেড নেওয়া যাবে না। যখন কেউ ট্রেড নিতে যাবে প্লাটফর্মে Insufficient Balance দেখাবে।
ভাই ১০০ ডলার ব্যালেন্সে আপনি লিভারেজ ছাড়া ট্রেড করেতেই পারবেন না। আর যদি করেন তাহলে আপনাকে ভলিওম অনেক কম রেখে ট্রেড করতে হবে যেটা করার থেকে না করাই উত্তম। এখন ভাই জলদি করে আমার বোনাসটা পাঠিয়ে দেন তাহলে আমিও একটু উপকৃত হতাম।
ভাই আপনার প্রশ্নের উত্তর তো খুব ই সহজ আপনি ০.১০ লটে ট্রেড নিতে পারবেন। কিন্তু ভাই আমরা বোনাসটা কিভাবে এবং কত ডলার এবং কবে পাব একটু বিস্তারিত জানালে সবাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে বোনাস ডলার নিতে পারত এবং সেই ডলার দিয়ে ট্রেড করে কিছু মুনাফা অর্জন করতে পারত। তাই একটু বিস্তারিত জানালে সবাই উপকৃত হইত।
লেভারেজ ছাড়া 100 ডলার দিয়া 0.01 লটে ট্রেড করতে পারবে । যারা লেভারেজ সম্পের্ক জানে তারা সবাই কম বেশি এটার জ্ঞান রাখে । আমরা আমরা আরো কঠিন কুইজের উত্তর দিতে চাই । আপনার এই কুইজ প্রতিযোগীতা আমাদের আরো জ্ঞান বৃদ্ধি করবে । এখানে অনেক জ্ঞানী বড় ভাইয়েরা রয়েছেন তারা আমাদের আরো সাহায্য করতে পারেন ।