যে কোনও সময় ট্রেডিংয়ের জন্য খুব ভাল। কেননা আমরা ট্রেডারদেরকে আমাদের ট্রেডিং রিসোর্স পরিচালনা করতে সক্ষম অন্য ব্যাংকিং ব্যবস্থার উপর ফোকাস করতে হবে, যেমন ফিক্সড ট্রেডিং একটি সমৃদ্ধ দ্রুত পরিকল্পনা নয়, তাই ফলাফল অর্জনের জন্য ফোকাস প্রয়োজন আমি মনে করি।
Printable View
যে কোনও সময় ট্রেডিংয়ের জন্য খুব ভাল। কেননা আমরা ট্রেডারদেরকে আমাদের ট্রেডিং রিসোর্স পরিচালনা করতে সক্ষম অন্য ব্যাংকিং ব্যবস্থার উপর ফোকাস করতে হবে, যেমন ফিক্সড ট্রেডিং একটি সমৃদ্ধ দ্রুত পরিকল্পনা নয়, তাই ফলাফল অর্জনের জন্য ফোকাস প্রয়োজন আমি মনে করি।
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে কারন ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । তাই আমাদের ফরেক্স মার্কেটে চিন্তা ভাবনা করেই করা উচিত । আমি মনে করি ট্রেড করা নির্ভর করে এনালাইসিস এর উপরে কোন সময় টময় বলে কিছু না ।
ভাই সত্যি বলছি, পুরোটা আমার এন্টিনার উপরে দিয়া উইড়া উইড়া যাইতেছে কিছুই ক্যাচ হচ্ছে না। কিসের ট্রেডিং রিসোর্স,কিসের ব্যাংকিং সিস্টেম, কিসের ফিক্সড ট্রেডিং আবার ফোকাস! একটু কষ্ট করে বাংলায় আমাদেরকে বুঝিয়ে লেখার চেষ্টা করেন আশা করি উপকার না হোক ক্ষতি হবে না। কারণ আজাইরা জিনিস পড়লে ব্রেইন এর উপর চাপ পড়ে। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে কিছু রুলস মেনে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে সব সময় ট্রেড করা যায়না তার জন্য আপনাকে এনালাইসিস করে বের করতে হবে কোন সময়য় ট্রেড করা যায়।আমার কাছে মনে হয় নিউজের সময় ট্রেড করা যায়।
ভাই এই ফোরামটি শুধুমাত্র ফরেক্স এবং বিভিন্ন ধরনের ফরেক্স এর এনালাইসিস সম্পর্কে আলোচনা করার কথাই বলা হয়েছে, অন্য কোন ফাউল পেচালের জন্য এই ফোরামে কোন ধরনের পোষ্ট করা যাবে না। আর আমি যে কথাগুলো বলছি শুধু ফরেক্স সম্পর্কেই। শুধুমাত্র আপনাদের মতো কিছু অসাধু সদস্যরা এই ধরনের মন্তব্য করে থাকে, এত আমরা বিচলিত হয় না বরং আরও উৎসাহ বাড়ে কেননা আপনি হয়তো বুঝেনি এখানে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে আর বাকী যারা দক্ষ তারা ঠিকই বুঝতে পারছে আপনার মতে। আর রিসোর্স এর কথা বলছেন সেটা হচ্ছে ফরেক্স নিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করা, ব্যাংকিং সিস্টেম হচ্ছে ফরেক্স থেকে টাকা উত্তোলনের বুঝানোর বিষয়টি। এভাবে বাকী বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করার কথা বলা হয়েছে।
ধন্যবাদ
একদম ভূল কথা যে-'যেকোনোও সময় ট্রেডের জন্য খুব ভালো'...ফরেক্স মার্কেটে নিয়মিত ভালো ট্রেড করার উপযুক্ত সময় আছে যার নাম-সেশন৷আপনি যে পেয়ারে ট্রেড করতে চান অবশ্যই সেই পেয়ারের একটা নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য নির্দিষ্ট সেশন রয়েছে৷সেশন থাকে মাত্র ৪/৫ ঘন্টা আর বাকি অফ-সেশনে মার্কেটে প্রাইস মুভমেন্ট বা ট্রেডারদের লেনদেন খুবই কম থাকে৷প্রফেশনাল অভিজ্ঞ ট্রেডারগণ অফ সেশনে কখোনোই ট্রেড করেন না৷তাই ফরেক্স মার্কেটে সবসময়ই ট্রেড করার জন্য খুব ভালো সময় থাকে না৷
সাধারনত বাংলাদেশ সময় সকাল ১১ টার পূর্বে কোনো ট্রেড এ এনট্রি নেয়া উচিৎ* না এবং কোনো ট্রেডই রাত ১২ টার পর ওপেন রাখা উচিৎ* না । এই দুটো বিষয় সর্বদা প্রত্যেক ট্রেডার এর স্মরণ রাখা উচিৎ* । সকাল ১১ টার পূর্বে আপনি ধারনা করতে পারবেন না যে মার্কেট এর সঠিক ট্রেন্ড কোনটা এবং একারনেই আপনি ভুল ট্রেড করে বসতে পারেন । আবার রাত ১২ টার পর ট্রেড ওপেন রাখা উচিৎ* না কারন মার্কেট আগামী দিনের ট্রেন্ড শুরু করবে এবং এর ফলে আপনি আজ যেই ট্রেন্ড ধরে ট্রেড করেছেন তা কাল নাও থাকতে পারে ।
আমি মনে করি ফরেক্স ব্যবসা করার জন্য সবচেয়ে ভাল সময় হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ১২ টা হতে দুপুর ৩.৫০ মিনিট পর্যন্ত আর সন্ধ্যা ৬টা হতে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত। এই কয়েক ঘণ্টা সময়ের মধ্যে ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের নিউজ প্রকাশিত হয় এমনকি উক্ত নিউজগুলোর ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচার সবচেয়ে বেশি হয়ে থাকে যার প্রভাব পড়ে এই মার্কেটে। যদি কোন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে দেখা যায় এই মার্কেটে সেই মুদ্রা ব্যাপক অধপর্তন হয়ে থাকে। তাই ফরেক্স নিউজগুলোর উপর অধিকা গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি ভূমিকা পালন করে প্রতিটি ট্রেডারের জন্য। এজন্য উক্ত সময়গুলো উপর প্রত্যেক ট্রেডারকে গুরুত্বসহকারে ট্রেড করা উচিত।
ফরেক্স ট্রেডিং করার জন্য কোন সময় ভাল তা বলা কঠিন। যারা অভিজ্ঞ ট্রেডার তাদের কাছে ফরেক্স করার জন্য সব সময় ভাল । তাছাড়া কখন ফরেক্স ট্রেড করার জন্য তা ট্রেডা্রই ঠিক করতে পারে ইন্ডিকেটর দেখে। ফরেক্স মার্কেট ওপেন এর দিন ও মার্কেট বন্ধ হওয়ার আগের দিন ছাড়া বাকী দিনগুলো ফরেক্স করার জন্য উপযুক্ত সময়। অথাৎ সপ্তাহের মাঝামাঝি দিনগুলো ফরেক্স-এর জন্য খুবই ভাল।
ফরেক্স এ ট্রেডিং করার জন্য যে সময়টা ভাল সেটা সম্পূর্ণ নির্ভর করে নিউজ এর উপর। নিউজ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এমনকি নিউজের প্রভাব ফরেক্স বাজারে কতটুকু পড়বে তা যদি আপনি বুঝতে পারেন তাহলে কখনও ফরেক্স এ লস খাবেন না। তবে ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল কিছু করতে চান তাহলে আপনাকে কয়েকটি টাইম ফ্রেম অনুসরণ করা উচিত সেটা ১ ঘন্টা অথবা ৪ ঘন্টার টাইম ফ্রেম। এই দুটো টাইম ফ্রেম ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এবং বেশির ভাগ নিউজ প্রকাশিত বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা হতে রাত ৯ টা পর্যন্ত। এই সময়টা যদি আপনি সঠিকভাবে ফরেক্স মার্কেট নিজের আয়ত্বের মধ্যে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন।