গত মাসের বোনাস আমি পাই নাই এখনও। আগে মাসের ১ ২ তারিখে পেয়ে জেতাম। এখন কি তারিখ চেঙ্গ হইছে।
Printable View
গত মাসের বোনাস আমি পাই নাই এখনও। আগে মাসের ১ ২ তারিখে পেয়ে জেতাম। এখন কি তারিখ চেঙ্গ হইছে।
তাদের ঘোষণা অনুযায়ী আজকে ই পেয়ে যাবার কথা। দেখা যাক না কি করে।
তবে বিশ্বাস আছে পাব।
প্রিয় ফোরাম সদস্য,
ফোরামের কারিগরি কাজের কারণে ফোরামের সংযুক্ত অ্যাকাউন্টে বোনাস ০৭.০৭.২০১৭ পর্যন্ত সাময়িকভাবে প্রদান করা থেকে বিরত রাখা হয়েছিল। সাবাধরন ১০ তারিখের মধ্যেই এই বোনাস আপনার অ্যাকাউন্টে যোগ করা হবে। অনুগ্রহ করে ফোরামে কোন সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ
ভাই পাবেন কোন সমস্যা নেই একটু অপেক্ষা করেন আশা করা যায় ১৫ তারিখের মধ্যে পাওয়া যাবে, কেবলতো মাসের ১০ তারিখ, হয়তো কতৃপক্ষের কোন সমস্য অথাবা অন্য কোন কারনে বিলম্ব হচ্ছে এই আরকি। কেননা ভাই এখানে আপনার মত আমাদেরও ঐ একই প্রশ্ন কবে বোনাসেন টাকা পাব। সুতরাং এখানে অপেক্ষা ছাড়া করার কিছুই নেই। তবে পাওয়া যাবে খুব শীঘ্রই ।
ফোরামের পোষ্ট গুলি যাচাই-বাছাই করতে সময় লেগে যায় তাই বোনাস প্রদান করতে দেরি হয়৷বর্তমান সিষ্টেম আপডেট করার পূর্বে আমি প্রায় সর্বদাই প্রতি মাসের ১ তারিখেই বোনাস ব্যালেন্স পেয়েছি৷ফোরাম আপডেট করার পর এই কয়েক মাস যাবৎ বোনাস পেতে দেরি হয়৷দেরিতে হলেও বোনাস পাবো এটা নিশ্চিত৷বোনাস নিয়ে চিন্তার কোনো কারন নাই৷
আমি বোনাস পেয়ে গেছি ১৬/০১/২০১৮তে এবং এই মাস সহ ৩মাস যাবত বোনাস পাচ্ছি কখনও সমস্যা হয় নাই। আমার মনে হয় বোনাস নিয়ে কোন সমস্যা হবেও না। ধন্যবাদ জানাই ইন্সট্রাফরেক্স কে আর সাথে আরও ধন্যবাদ জানাই মডারেটরগনদেরকে যারা ফরেক্স বাংলা ফোরামের জন্য সব সময় সজাগ। এই ভাবে যদি চলতে থাকে আশারাখি আগামী ৫ বছরের ভেতরে ফরেক্স বাংলা ফোরাম হবে সবার এর জন্য ফরেক্স গুরুকুল।
বাংলাদেশের পেক্ষাপটে বরাবরই অধিকাংশ ট্রেডার গণফোরামের বোনাস এর উপর নির্ভর করে ফরেক্স করে থাকে কিন্তু বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্বে সকল ধরনের অর্থনৈতিক সমস্যার পাশাপাশি যে মন্দা দেখা দিয়েছে তার প্রভাব এ কিভাবে ফরেক্স এর উপর পড়েছে ব্রোকার হাউজ কর্তৃক প্রদত্ত বোনাস বর্তমানে সময় মতন পরিশোধ করছে না এবং পরিশোধিত বোনাসের পরিমাণ তুলনামূলক অনেক কম ঢাকায় অনেক ট্রেডার গান হাত গুটিয়ে ফরেস্ট থেকে সরে যাচ্ছে এতে করে ফরেক্স বেশ কিছুটা পেছনে পড়ে গেছে তাই আমি মনে করি বিষয়টি কর্তৃপক্ষের এলেমেন্ট নিয়ে অবশ্যই এ বিষয়ে যুক্তিযুক্ত এবং খুব দ্রুততার সাথে একটি সমাধান সাপেক্ষ ফরেক্সের কার্যকে পুনরায় উজ্জীবিত করার জন্য কার্যকরী বিষয় এবং দ্রুত জরুরি বিবেচনায় পদক্ষেপগুলি ব্যবহার করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি
গত মাসের বোনাস 16 জুলাই প্রদান করেছেন। যদিও 10 থেকে 15 তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি এবং অন্যান্য সমস্যার জন্য তাদের সময়ের সময়ের জন্য দেরি হয়েছে। এই সকল সমস্যা থাকতে পারে এ সময় আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কেননা কোন সমস্যা হয় দীর্ঘস্থায়ী নয় নিশ্চয় শেখর সকল সমস্যার সমাধান করে যথা সময়ে আমরা বোনাস পাব এই প্রত্যাশা করছি।