গত মাসের বোনাস কি কেউ পেয়েছেন। এখানে তো লেখা সো করছে (কারিগরি কাজের কারণে সঞ্চিত বোনাসের তথ্য প্রদর্শন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চিন্তা করবেন না, কারিগরি কাজের সমাপ্তির আনুমানিক তারিখ ০৭.০৭.২০১৭।) হেল্প
Printable View
গত মাসের বোনাস কি কেউ পেয়েছেন। এখানে তো লেখা সো করছে (কারিগরি কাজের কারণে সঞ্চিত বোনাসের তথ্য প্রদর্শন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চিন্তা করবেন না, কারিগরি কাজের সমাপ্তির আনুমানিক তারিখ ০৭.০৭.২০১৭।) হেল্প
আমি বেশ কিছু দিন পরে পুনরায় কাজ শুরু করেছি তাই বলতে পারলাম না । তবে আমি আগের অভিজ্ঞতা থেকে বলতে চাই বনাস আপনি অবস্যি পাবেন । এখানে বনাস নিয়ে কোন প্রতারনা হয় না । তাই হতাস হবার কোন দরকার নাই । আপনি আপনার কাজ চালিয়ে যান সময় হলে বনাস পেয়ে যাবেন ।
প্রিয় ফোরাম ট্রেডার, ফোরামের কারিগরি কাজের কারণে পোস্টিং বোনাস ইন্সটাফরেক্স একাউন্ট এ যোগ হয় নাই, আগামী ১৪ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন এবং ফোরাম পোষ্টিং অব্যহত রাখুন। দয়া করে অ্যাকাউন্টে বোনাস যোগ হবার জন্য অপেক্ষা করুন।
আপনার সাময়ীক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ
আমি ঠিকমত একদম সঠিক সময় আমার বোনাস পেয়েছি। আমার বোনাস ছিল ৫ ডলার এর মত গত মাসের। আমি ২ তারিখের মধ্যে আমার পেমেন্ট পেয়ে গেছি আলহামদুল্লিল্লাহ।।
বোনাস প্রাপ্তির এই সমস্যা ছিল গত বছরের জুলাই মাসের দিকে৷তখন ফোরামের আপডেটের কাজ শুরু হয়েছিল তাই সষ্ণিত বোনাস প্রদর্শন সাময়িক বন্ধ ছিলো৷এজন্য নতুন ইউজারদের কিছুটা সমস্যা হয়েছিলো৷ফোরাম আপডেটের আগে পোষ্ট প্রতি ২০ সেন্ট দেওয়া হতো আর আপডেটের পরে পোষ্ট প্রতি ৩০ সেন্ট দেওয়া হচ্ছে৷
আজ 18/12 /2021 খ্রিস্টাব্দে তারিখ গত তিন মাসযাবত ফরেক্স মার্কেটের অবস্থা খুবই শোচনীয় দীর্ঘ দুই মাসের বোনাস প্রদান করা হয়নি এবং বর্তমান চলতি মাসের 18 তারিখ হলেও গত দুই মাসের এখনো পর্যন্ত পাওয়া যায়নি এভাবে চলতে থাকলে একসময় ফোরামে আর কোন মানুষ পোস্ট করার থাকবে না এমনকি বোনাস এর অভাবে অনেকেই ফরেক্স ছেড়ে দিতে বাধ্য হবে তার কারণ অনেকেই করে যাদের ইনভেস্টের কোন উপায় নেই অনেকেই এবং এর উপর নির্ভর করে নিজের এবং নিজের পরিবারের খরচ চালাতে সক্ষম তাই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো দ্রুত বিষয়টি সমাধান করে পুনরায় বোনাস প্রদানের বিষয়টি আবার চালু করা হোক