অনেকেই আমরা প্রফিট করি। কিন্তু দেখা যায় এই লোভের কারণেই কিন্তু বারবার ট্রেড দিতে যাই, বুঝে না বুঝে ধরা খাই। লাইফের অন্যতম বাজে এই অভ্যাস ফরেক্সেও বাজে অভ্যাস গুলোরও অন্যতম। সে কেন প্রফিট করছে, আমি কেন করছি না? এসব না ভেবে ধৈর্য ধরে লোভ সামলানো শিখুন। দেখবেন ফরেক্সে কেন, রিয়েল লাইফেও শান্তি পাচ্ছেন।