নিয়মিত ভালো পোষ্ট লিখা উচিৎ
দেরিতে হলেও অবশেষে আমাদের ফোরাম আয়োজিত এই সক্রীয় ফোরাম সদস্য প্রতিযোগিতার প্রথম স্হান এবং প্রথম প্রাইজমানি আমি অধম পেয়েছি !!৷"আজ আমার প্রাইজমানি আমার একাউন্টে ডিপোজিট দেখে দারুন আনন্দ লাগছে"৷আসলে কষ্ট করে যখন আমরা কেউ কোনো সামান্য স্বীকৃতি টুকুও যদি পাই তাহলে আমরা সবাই মনের ভেতরে একটা দারুন উদ্যোম,মানষিক শক্তি,একটা নতুন জাগরণ অনুভব করতে খাকি,সামনের দিকে আরো এগিয়ে যেতে ধাবিত হই৷আশা করছি আমার মতো অন্যান্য সকল সদস্যগণ ভালো,বাস্তব সম্মত,সঠিক,উপকারী,তথ্যবহুল লেখা নিয়মিত পোষ্ট করবেন এবং আমার মতো এইভাবে প্রতিযোগিতায় প্রথম হবেন,প্রাইজমানি নিবেন,তা দিয়ে গৌরবের সাথে ট্রেড করবেন,নিজে সম্মানিত হবেন ও সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধ্যেয় মডারেটরদের বাধ্য করবেন৷তারা আমাদের প্রতি বিরক্ত হয়ে বসে আছেন৷আমাদের এমন লেখা পোষ্ট করা উচিৎ যেন মডারেটরগন আমাদেরকে সম্মান দেখায়,আমাদের লেখা পড়ে ধন্যবাদ দিতে থাকে৷তাই "আসুন সবাই মিলে ভালো,বাস্তব সম্মত,সঠিক,উপকারী,তথ্যবহুল লেখা নিয়মিত পোষ্ট করি"৷