ফরেক্স ট্রেড করুন,সময় কাজে লাগান
আমরা শিক্ষিত বেকার ঘরে খাই,ঘরে ঘুমাই,অলস-অর্থহীন জীবন কাটাই৷অথচ একটু কষ্ট করে কোনোও কিছু শিখতে চাইলে কত রঙ্গের তাল-বাহানা শুরু হয়ে যায়৷আপনি ঘরে বসেই ফরেক্স মার্কেটে স্বাধীন ভাবে ব্যাবসা করতে পারবেন৷ফরেক্স ব্যাবসায় কোনোও পুজিঁর প্রয়োজন হবেনা৷যত শিখে আয়ত্ব করা যায় তত ভালো প্রফিট করা সম্ভব৷কম্পিউটারে বসে ঘন্টার পর ঘন্টা মাথা খাটিয়ে ও সময় ব্যায় করে গেইম খেলার চাইতে ফরেক্স মার্কেটে স্টাডি করা অনেক লাভজনক৷স্টাডি করতে করতেই একসময় প্রচুর দক্ষতা অর্জন এবং নিয়মিত প্রফিট করা সম্ভব হয়ে যায়৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷