-
নতুন ট্রেড আইডিয়া
ইউ/জে বর্তমানে যে স্থানে আছে এখান থেকে টেকনিক্যালি বেশ বড় সড় একটা বাই মুডে যেতে পারে। আমার এনালাইসিস মত এটা ১১১,১১৩,১১৫ থেকে আবারও পুলব্যাক করবে এবং পুলব্যাক লেভেল হতে পারে ১০০ লেভেল। আমি এখন পর্যন্ত বাই পজিশন ধরে রেখেছি। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।
-
আপনার মতো অনেক ট্রেডারই usd/jpy বাই করছে কারন মার্কেটে usd এর রিট্রেসমেন্ট শেষ হচ্ছে৷তাই এখন usd এর মূল্য বৃদ্ধির সময় হয়েছে৷আমেরিকার অর্থনৈতিক অবস্হা ভালোর দিকে যাচ্ছে এবং যাবে৷তাই ট্রেডারগণ আগে থেকেই usd/jpy ক্রয় করছে৷
-
আসলে এই ফরেক্স মার্কেটে যারা মনে করেন একদম নতুন তারা দেখবেন যে সচরাচর ট্রেডিং জগতে তাদের সাফল্যকে পাবার জন্য সবসময় নতুন নতুন ট্রেড আইডিয়া খোঁজ করে থাকেন। তারা আসলে সঠিক কোন ডিরেকসন না পাওয়ার দরুন কিংবা তাদের ধৈর্যশীলতার অভাবে নতুন কোন ট্রেড আইডিয়ার সন্ধানে তাদের মূল্যবান সময়কে নষ্ট করে থাকেন। তাই আমি বলব এটা মোটেই উচিত না কেননা আপনি শুধু একটা সিস্টেমকে নিয়েই যদি সামনে আগাতে পারেন এবং সেটাকে ডেবলাভ করে সামনে এগুতে পারেন তাহলে আর কোন দিক কোন কিছু দেখার প্রয়োজন হবেনা আপনার।
-
আমরা যদি সবাই তাদের ট্রেডিং এমন অভিজ্ঞতা প্রতিনিয়ত শেয়ার করি তাহলে অনেকে এ থেকে উপকৃত হবে। ফোরামের সকলেই যদি প্রতি পেয়ারে তাদের ট্রেড পজিশন এবং কোথায় কি এন্ট্রি নিবেন টিপি এবং স্টপ লস কত নিবেন এ সকল তথ্য পোষ্ট আকারে প্রকাশ করলে সবাই সেখান থেকে মার্কেট সম্পর্কে অনেক ধারনা নিতে পারবে। ইতিপূর্বে অনেকে এমন একটি পোষ্ট চালু করেছে কিন্তু কিছুদিন পর সে সম্পর্কে আর কোন পোষ্ট করা হয় না। তাই আমরা যদি সবাই একটি থ্রেট বেছে নিয়ে সেখানে নিয়মিত আলোচনা করি তাহলে সবাই অনেক উপকৃত হবে।