ফরেক্স এর টাকা তোলার সমস্যা কি কি , যদি কেউ সঠিক জানেন তাহলে উত্তর দিবেন ।আজে বাজে উত্তর দোয়া করে না দেওয়ার চেষ্টা করবেব।
Printable View
ফরেক্স এর টাকা তোলার সমস্যা কি কি , যদি কেউ সঠিক জানেন তাহলে উত্তর দিবেন ।আজে বাজে উত্তর দোয়া করে না দেওয়ার চেষ্টা করবেব।
আকতার ভাই,ফরেক্স মার্কেটে যদি আপনার নিজের পকেটের পুজিঁ দিয়ে ট্রেড করেন এবং প্রফিট করেন তাহলে সেই প্রফিট তুলতে আপনার কোনোও সমস্যা হবেনা,100% নিশ্চিত থাকবেন৷আর ফোরামের পোষ্টিং বাবদ প্রাপ্ত বোনাস দিয়ে যদি ট্রেড করেন এবং প্রফিট করেন ও সেগুলো যদি তুলতে চান অবশ্যই তুলতে পারবেন৷তবে এই প্রফিট তোলার ক্ষেত্রে ফোরাম প্রদত্ত কিছু নির্দিষ্ট শর্ত বা নিয়ম আছে সেগুলো ভালো করে জেনে বুঝে নিবেন৷আপনি কোন্ একাউন্টের প্রফিট তোলার কথা বলছেন তা পরিষ্কার লিখেন নাই৷যা লিখবেন অবশ্যই পরিষ্কার ও শুদ্ধ বানান সহ লিখবেন৷
টাকা তোলার ক্ষেত্রে কিছু সমস্যা আছে । যথাঃ ১) আপনি যে অনলাইন পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে টাকা তুলতে চান, তা অবশ্যই ভেরিফাইড হতে হবে । ২) আপনি যে ব্রোকরেজ থেকে টাকা তুলতে চান , তাও অবশ্যই ১০০% ভেরিফাইড হতে হবে । ৩। একই পেমেন্ট প্রসেসর এর একটি অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক ব্রোকার অ্যাকাউন্টের টাকা তোলা যাবে না । ৪) যদি নো-ডিপোজিট বোনাসের আওতায় আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই শর্তঅনুযায়ী আপনাকে কিছু টাকা ডিপোজিট করতে হবে । ৫) কোনো অবস্থাতেই ট্রেড চালু থাকা অবস্থায় টাকা তোলা যাবে না । ৬) যদি আপনি ভূল করে ভূল ইমেইল প্রদান করেন তাহলে ব্রোকার কর্তৃপক্ষ কোনো ভাবেই দায়ী থাকবে না । ৭) ফোরামের বোনাস তোলা যাবে না, তবে বোনাস থেকে উপার্জিত প্রফিট কোনো বাধা-বিপত্তি ছাড়াই তোলা যাবে ।
আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যদি নিজের টাকায় ব্যবসা করেন তাহলে অবশ্যই শিওর থাকেন টাকা তুলতে কোন ধরনের সমস্যা হবে না এতে কোন সন্দেহ নেই। কিন্তু আপনি যদি ফোরাম পোষ্টিং এর বাবদ বোনাসের টাকা দিয়ে প্রফিট তুলতে চান তাহলে অবশ্যই কিছু ফোরাম কর্তৃক নিয়ম আছে আর সেগুলো আপনাকে মেনেই টাকা উত্তোলন দিতে হবে। আরও একটা বিষয় হচ্ছে আপনি কোন এ্যাকাউন্টে টাকা উত্তোলন দিবেন সেটা পরিষ্কার করে উল্লেখ্য করেন নাই। যাইহোক আপনি যদি ফোরাম বোনাসের টাকা দিয়ে প্রফিটের অংশ ব্রোকার থেকে উত্তোলন দিতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে কোন ধরনের ট্রেড ওপেন আছে কিনা। যদি কোন ট্রেড ওপেন থাকে এবং লসে যদি থাকেন আর ঐ মর্হুতে আপনি টাকা উত্তোলন দিছেন তাহলে আপনার টাকা উত্তোলন হবে না, বরং আপনার টাকা ফেরত দেওয়া হবে আপনার ট্রেডিং এ্যাকাউন্টে। আর টাকা উত্তোলনের সময় কোন ট্রেড ওপেন নাই তাহলে আপনাকে অবশ্যই ৭দিন অপেক্ষা করতে হবে। আর যদি কোন ধরনের আপনার এ্যাকাউন্টে সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন ৭ দিনের মধ্যে।
ধন্যবাদ
ফরেক্স ট্রেড করে লাভের টাকা তোলার ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখিন আমি এখনও পর্যন্ত হয়নী তাই এ বিষয়ে আমি বলব সমস্যা বলতে কিছু দিন অপেক্ষা করার মত সমস্যা হয়ত হতে পারে। আর টাকা তোলার জন্য কিছু চার্জ কাটবে। এই ছাড়া টাকা তোলার জন্য আর কোন সমস্যায় আপনি পড়বেন না বলে আমি মনে করি। তবে প্রথমে যদি টাকা উত্তোলনের জন্য অনুরোধ পাঠান তাহলে আপনি একটু ধৈর্য্যহারা হতে পারেন কারন প্রথমে টাকা উত্তোলনের জন্য একটু সময় বেশি লাগতে পারে।
এখানে দুটি বিষয় রয়েছে একটি হল নিজের ডিপোজিটের টাকা উত্তোলন এবং অন্যটি হল বিভিন্ন বোনাস বা ফোরামের টাকা উত্তোলন। হ্যাঁ আমি মামুন ভাই এর সাথে একমত। নিজের ডিপোজিটের টাকা উত্তোলন বা প্রফিট উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন ঝামেলায় পরতে হবে না। এবং আপনি আপনার ডিপোজিটের টাকা সম্পূর্ণ উঠাতে পারবেন।
আর যদি আপনি বিভিন্ন বোনাস বা ফোরামের প্রফিট উত্তোলন চান সেক্ষেত্রে আপনাকে নিয়ম মেনে উইথড্র করতে হবে। আর যদি ফোরামের বোনাসের প্রফিট উঠাতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। এবং পুরোপ্রফিট এক সাথে না উঠানো ভাল। আমি সবদাই মোট প্রফিটের সর্বচ্চো ৩০% উইথড্র দিয়ে থাকি। বড় পরিমান উইথড্র দিলে একটু ঝামেলায় পরতে হয়।
ফরেক্স থেকে টাকা তোলা কোন সমস্যাই না। আপনি ইচ্ছা করলেই যে কোন সময় ফরেক্স থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আমি অনেকদিন যাবৎ এই ব্যবসা করে আসতাছি আর এখন পর্যন্ত আমি কোন প্রকার সমস্যায় পড়ি নাই। আর আপনি যদি চান আপনি অনলাইন কোন ব্যাংকে টাকা না নিয়ে সরাসরি আপনার নিজের ব্যাংক একাউন্টে টাকা নিবেন তারও ব্যবস্থা ইন্সটাফরেক্স এ আছে। আপনি তাদের উত্তোলনের পেইজ এ সেটা দেখতে পারবেন।
ফরেক্স মার্কেটে আপনি ফরেক্স একাউন্ট ভেরিফাই না করেও ডিপোজিট করতে পারবেন।কিন্তু আপনি যখন ট্রেড করে প্রফিট করবেন এবং ব্যালেন্স ট্রান্সফার করতে চাইবেন তখন আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।যতখন না আপনি আপনার একাউন্টফুললি ভেরিফাই করতে পারছেন।তেমনি আপনার অনলাইন মানিমেথড ভেরিফাই না করলে একই সমস্যায় পড়তে হবে।আবার কোন ব্রোকর সর্বনিম্ন ডিপোজিট বা উততোলোনে কোন শর্ত থাকে কিন্ত আপনি তারচেয়ে কম ডিপোজিট বা উততোলোন করেন তাহলে সমসা হবে।
আপনার কোন মেথডে পেমেন্ট চাই তা উল্লেখ করে দিলে ব্রোকার সেই মেথডে পেমেন্ট পেয়ে যাবেন। যে সমস্য আপনার হতে পরে তাহলো একটু সমায় বেশি নিতে পারে। বোনাসের ক্ষেত্রে শুধু প্রফিট তুলতে পারবেন। আর নিজের ডিপোজিট হলে যা থাকবে তার সবটাই তুলতে পারবেন। আর কোন সমস্যা নাই।
আমি যতোদূর জানি ফরেক্স মার্কেটে যদি আপনার নিজের টাকা ইনভেস্ট করা থাকে তাহলে সেই টাকা তুলতে কোন ধরনের সমস্যা হবে না।তবে আপনি যদি ফোরাম পোষ্টিং বাবদ বোনাস পেয়ে থাকেন আর সেটা যদি তুলতে চান তাহলে অবশ্যই ফোরাম কতৃপক্ষের কিছু নিয়ম মেনেই সেই টাকা উত্তোলন করতে হবে। ধন্যবাদ