1 Attachment(s)
৮০-৯০% সাক্সেস রেট প্রাইচ একশন সিস্টেম এ ট্
আমরা অনেক ট্রেডার আছি যারা সারাদিন শুধু ইন্ডিকেটর পেছনে ছুটাছুটি করি। আর খুজি ভালো ইন্ডিকেটর কোনটা। কোণ ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে আমার লস হবে না। সারাদিন এদিক সেদিক বিভিন্ন সাইট এ বিভিন্ন ধরনের এনলাইসিস আর বিভিন্ন এনালিস্টদের বিভিন্ন মত। নিজের ট্রেড নিতে সিন্ধান্তহীনতায় ভুগি। বাই দিব না সেল দিব। এখানে বলে সেল ওখানে স্ট্রং বাই। এই ঝামেল থেকে ৮০-৯০% ট্রেড এ সফলতা পাওয়া সম্ভব শুধু ক্যান্ডল চার্ট দেখে। মার্কেট এ কোন ইন্ডিকেটর ছারাই আপনি এই পদ্ধতি অবলম্বন করে মাসে ৫০০-১০০০ পিপ্স প্রফিট করতে পারেন। নিচে প্রাইচ একশন সিগ্নাল একটি চার্ট দেওয়া হলো। এন্ট্রি, স্টপ লস সহ।
[ATTACH=CONFIG]4199[/ATTACH]
(যদি পোস্টটি উপকৃত মনে করেন তাহলে থ্যাঙ্ক এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না)