সাপোর্ট রেজিজট্যান্স আকার জন্য প্রথমে হাইয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা উচিত। তাই সর্বপ্রথম আমি মান্থলি চার্ট এ এনালাইসিস করে থাকি। তারপর আমি উইক্লি এবং ডেইলী চার্ট দেখি। এই টাইম গুলো এনালাইসিস এর পর আমি এন্ট্রুই লেভেল খুজার জন্য ডেইলী এবং h4 এর ক্যান্ডল গুলোর দিকে নজর দেই। কারন আমার ডেইলী তে অনেক সময় সিগ্নাল নাও পাওয়া যেতে পারে। সেজন্য আমি এইচ ফোর চার্ট এ ট্রেড সেটাপ খুজে থাকি।