আমি যখন ফরেক্স মার্কেট এ প্রথম উইথড্র দিই তখন অনেক ভালো লাগছিল আর আমার প্রথম উইথড্র টাকা আমার বন্ধু এবং আমার ফ্যামিলির পিছনে সব টাকা খরচ করে দিই এবং অনেক আনন্দ উপভোগ করি এবং ফরেক্স বিজনেসের প্রতি আরো আত্ননির্ভরশীল হয়ে উঠি।
Printable View
আমি যখন ফরেক্স মার্কেট এ প্রথম উইথড্র দিই তখন অনেক ভালো লাগছিল আর আমার প্রথম উইথড্র টাকা আমার বন্ধু এবং আমার ফ্যামিলির পিছনে সব টাকা খরচ করে দিই এবং অনেক আনন্দ উপভোগ করি এবং ফরেক্স বিজনেসের প্রতি আরো আত্ননির্ভরশীল হয়ে উঠি।
আমি ফরেক্স মার্কেটে নতুন । আমি ফরেক্স মার্কেটে এখোনো ট্রেড শুরু করিনি। তাই ফরেক্স মার্কেটের ইনকাম করার সুখ আমার এখোনো প্রাপ্ত হয়নি।
প্রথম ডিপোজিটের অভিজ্ঞতা হয়েছে। টাকা জমা দিতেও মারাত্বক উত্তেজনা কাজ করে। কারন, নেটেলার একাউন্ট ওপেন করে ডলার কিনে সেই ডলার ট্রান্সফার করে ট্রেড করা ছিল উত্তেজনা পূর্ণ।
প্রথম টাকা উত্তোলনের মজা এখনো পাইনি। আশাকরি, খুব দ্রুতই পাবো।
আমি আমার প্রথম প্রফিট ৭৫ ডলার উইথড্রো দিয়েছিলাম ব্যাংকের মাধ্যমে মূলত পরীক্ষা করার জন্য যে কতটুকু সময় লাগে এবং সত্যিই কী তা হাতে আসে কী না ? সময় লেগেছিল ১৫ দিন এবং ঐ প্রফিট দিয়ে মোবাইল কিনেছিলাম,কিছু গরীব অসহায় মানুষদের খাওয়ানোর কাজে খরচ করেছিলাম৷সত্যিই আনন্দ পেয়েছিলাম এবং তখন থেকেই আত্নবিশ্বাস বাড়তে শুরু হয়৷৷
সত্যি ঠিক কথাই বলেছেন । এই ব্যবসা থেকে যখন প্রথম টাকা উইড্রো করি তখন মনের মধ্যে একটা প্রশান্তি ও আত্নবিশ্বাসের ধারা প্রবাহিত হয় এবং এই ব্যবসার প্রতি আরও আগ্রহ বেড়ে যায়, মনোবল বেড়ে যায় । নিজেকে আত্ননির্ভরশীল ব্যক্তি ভাবতে অনেক আনন্দ অনুভব করি একারনে যে, এটাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ । সবশেষে বলতে চাই এখানকার উইড্রোকৃত টাকা দিয়ে আমি ও আমার বন্ধুরা অনেক এনজয় বা আনন্দ করি সে দিন ।
অদ্ভুত একটা অনুভূতি যেটা আপনাকে এখানে বলে বোজানো সম্ভব নয়। এবং আমার মনে হয় এখানে প্রতিটি ট্রেডারের প্রথম টাকা তোলার সিচুয়েশনটা মনের মধ্যে একটু হলেও টাচ করে থাকে। তাই দোয়া করি সকলেই বেশি বেশি করে প্রফিট করেন, উইথড্রো করেন এটাই হলো লাইফ। তাই এখনি সেই উচ্ছাস নিয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে সঠিক প্রসেসের ভিত্তিতে।
আমি প্রথম ফরেক্স থেকে ১২ ডলার মাত্র তুলি এবং পেমেন্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত বেশ চিন্তাই ছিলাম যে অনলাইনে তো সব ভুয়া কেউ পেমেন্ট দেই না। কিন্তু যখন পেমেন্ট এর টাকা হাতে পেলাম সেদিন থেকে ফরেক্স নিয়ে পড়ে আছি আর অনলাইনের অন্য কোন সাইট নিয়ে কাজ করি না। কারন অধিকাংশ সাইট কাজ করিয়ে টাকা দেই না। আমি আমার পেমেন্ট হাতে পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম কারন এটি ছিল আমার অনলাইনের প্রথম ইনকাম।
ফরেক্সে প্রথম উইথ যদি আমার অনেক বেশি ভালো লেগেছিল এবং অনেক অনুপ্রেরণা জেগেছিল ভবিষ্যতে ফরেক্স এর সাথে কাজ করার জন্য যার ফলে আজকে প্রায় কয়েক বছর ধরে আমি ফরেক্স এর সাথে সংযুক্ত আছি। ফরেক্স থেকে আমার প্রথম উপার্জন হয় 10 ডলার যেতে প্রায় দুই মাস পর পর এক্সপ্রেস যুক্ত হওয়ার। প্রথম অবস্থায় যখন পড়েছে সাথে সংযুক্ত হই তখন পুরো বিষয়টিকে মিথ্যা মনে হয়েছিল কিন্তু যখন প্রথম 10 ডলার উপার্জিত হয়েছে তখন অনেক অনুপ্রেরণা জুগিয়েছে এবং যার কারণে আমি এখনো কর্মরত রয়েছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।
যেকোন ক্ষেত্রে মানুষের প্রথম কোন সফলতা সেটা ভাষায় প্রকাশ করার মত থাকে না যেটা আমি ফরেক্সে উপলব্ধি করতে পেরেছি। আমি যখন ফরেক্স মার্কেটের দীর্ঘসময়ের জন্য একাউন্ট অনুশীলন করার পর রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করি তখন প্রথম প্রথম প্রফিট উইথড্র দিয়েছিলাম 10 ডলার যা পেয়ে আমি খুবই খুশি ছিলাম। দীর্ঘ পরিশ্রমের পর প্রথম সফলতা আমার কাছে খুবই আনন্দের ছিল যদিও এমনটা কম তারপরেও আমার কাছে অনেক বড় শিক্ষণীয় বিষয় ছিল। আপনাদের প্রথম উইড্রো দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?
আসলে আমি ফরেক্স মার্কেটে যখন প্রথম উইড্রো দেই সেটার পরিমাণ ছিল 47 ডলার এবং আমি উইথড্র দেয়ার দুই-একদিনের ভিতরে আমার পেমেনটটা পেয়ে যায় কিন্তু আমি সেই ডলারটি বিক্রি করতে অনেক দিন সময় লেগেছিল কারণ আমি বুঝতে পারছিলাম না আসলে কার কাছে ডলার টি বিক্রি করব। আসলে জানতাম যে কাদের কাছে বিক্রি করা যায় কিন্তু সেই লোক পাচ্ছিলাম না যে কার কাছে বিক্রি করলে আমি ডলার টা আমার অ্যামাউন্টটা ঠিকঠাকভাবে পেয়ে যাব।পরবর্তীতে অনেকদিন পরে এক বন্ধুর মাধ্যমে আমি এই ডলারগুলো বিক্রি করি। এবং আমি আমার প্রথম উইড্রোর টাকাটা আমার ফ্যামিলির পিছনে খরচ করি এবং টুকটাক ভাই বন্ধুদের কে খাওয়াই আরো কিছু গরিব দরিদ্র মানুষকে ও টুকটাক দান করি।
এবং প্রথম উইড্রো দিতে পেরে আমার খুবই ভাল লেগেছিল আমি খুবই আনন্দ পেয়েছিলাম এবং আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল ফরেক্স এর প্রতি। আসলে তখন বুঝতে পেরেছিলাম যে ফরেক্স থেকে ইনকাম করা যায়।