পেশাদারদের জন্য অনেক কৌশল ও ব্যবস্থা আছে তারা ব্যবহার করেন কিন্তু তারা আসলে কোন জটিল প্রক্রিয়ার মধ্যে জেতে চাননা। তারা সাধারণত বাজারের মূল্য পরিবর্তনের তথ্য ও উপাত্ত ব্যবহার করে তাদের বিশ্লেষণ ও অনুমান করে থাকেন।
Printable View
পেশাদারদের জন্য অনেক কৌশল ও ব্যবস্থা আছে তারা ব্যবহার করেন কিন্তু তারা আসলে কোন জটিল প্রক্রিয়ার মধ্যে জেতে চাননা। তারা সাধারণত বাজারের মূল্য পরিবর্তনের তথ্য ও উপাত্ত ব্যবহার করে তাদের বিশ্লেষণ ও অনুমান করে থাকেন।
সকল দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার গনের মতামত ফরেক্স একটি জটিল মার্কেট। এখানে যতটুকু জানি যে, দক্ষ ট্রেডার গন তাদের নিজস্ব সাইকোলজিটা বেশী ব্যবহার করেন এবং এটাতে তারা বার বার চর্চা করেন। ফরেক্স এ অনেক টেকনিক্যাল এনালাইসিস আছে যেটা দিয়ে আপনি সবসময় সঠিক তথ্য নাও পেতে পারেন। যেহেতু মার্কেট কখনও ভবিষ্যত বলা যায় না। তাই দক্ষ ট্রেডারগন তাদের নিজস্ব সাইকোলজি ব্যবহার করেন এবং লং টাইমে ট্রেড করেন যার কারনে লাভ করেন বেশী লস করেন কম।
দক্ষ ও অভিজ্ঞ পেশাদার ট্রেডারগণ যখন কোন ট্রেড নেওয়ার জন্য প্রস্তুতি নেন তখন তারা সবকিছু ভুলে গিয়ে ফ্রেস মাইন্ডে প্রথম যে কাজটা করেন সেটা হল তারা আগে মার্কেটটা ভালভাবে কয়েকবার করে এনালাইসিস করে থাকেন। এরপর তারা ট্রেন্ড ফলো করেন এবং একটা ভাল পজিশনের জন্য অপেক্ষা করেন যদি পজিশন পান তাহলে তারা মানি মেনেজমেন্ট করে রিস্ক রেশিও বিবেচনা করে তারপর একটা ট্রেডে যাবার ডিসিসন গ্রহন করে থাকেন।
দক্ষ-পেশাদার ট্রেডারগণ ফরেক্স মার্কেটের ফান্ডামেন্টাল এনালাইসিসএবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শিখতে শিখতেই দক্ষ ও অভিজ্ঞ হয়েছেন৷তারা বিভিন্ন টাইমফ্রেমে ট্রেডিং চার্টগুলো একনজরে দেখলেই পরিষ্কার বুঝতে পারেন মার্কেট কখন কোন মুহূর্তে কোন ধরনের মুভমেন্ট করতে পারে৷ অর্থাৎ দক্ষ ও পেশাদার ট্রেডারগণ খুব সহজেই বুঝতে পারেন মার্কেট এই মুহূর্তে বিয়ারিশ মুডে আছে না কী বুলিশ মুডে আছে ? ফলে তাদেরকে খুব বেশি একটা অ্যানালাইসিসের জন্য কষ্ট করতে হয়না৷কষ্ট যা করার আগেই তারা করে ফেলেছেন আর কষ্ট করতে করতেই তারা এই পর্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার ট্রেডার হয়েছেন৷তাই এখন তাদেরকে কষ্ট না করলেও চলে৷শুধু এক নজরে ট্রেডিং চার্টটি দেখলেই তারা বুঝতে পারেন কখন কোন পজিশনে Sell এন্ট্রি করবেন না Buy এন্ট্রী করবেন৷
যারা দক্ষ এবং পেশাদার ট্রেডার সব সময় মার্কেট কে সহজ ভাবে বোঝার চেষ্টা করেন। তারা বছরের বছরের এনালাইসিস করতে করতে চার্ট একনজর দেখলেই বুঝতে পারেন কোন এন্ট্রি আছে নাকি নেই। তারা একসময় এমন অবস্থা হয় যে কোন প্রকারের এনলাইসিস এর প্রয়োজন হয় না চার্ট দেখলেই বুঝতে পারেন কি করা দরকার। আসলে ফরেক্স মার্কেট আমাদের ব্রেইন এ যখন ধরতে পারবে তখন এত কষ্ট করা লাগে না শুধু প্রতিদিন একবার মার্কেট দেখলেই হয়। আর পেশাদার গন সব সময় মার্কেট দেখেন না প্রতিদিন একবার বা দুই বার দেখেন তার রুটিন মাফিক। আর পেশাদার ট্রেডার গন সব সময় একটি সিস্টেম নিয়ে ট্রেড করেন। আসলে সঠিক ট্রেড করতে হলে একটি সিস্টেম ই যথেষ্ঠ।
ভাই ফরেক্সে পেশাদার ট্রেডাররা এখানে শুধু দুটো জিনিন দেখেন, সেটা হলো মার্কেটের সঠিক ট্রেন্ডটা কোনদিকে এবং তাদের সিস্টেম অনুযায়ী মার্কেটে কি বলছে, ট্রেড নেওয়ার কোন পসিবীলিটি আছে কি না। তারা তাদের সিস্টেমের বাইরে কোন কিছু করতে যান না, এটাই হলো একজন পেশাদার দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের বৈশিষ্ট্য। তারা সর্বদা নিয়মমাফিক রূটিন ফলো করে কাজ করেন বা চলেন।
দক্ষ ও অভিজ্ঞ পেশাদার ট্রেডার গণ তাদের পূর্বের বছরগুলোতে অত্যন্ত কষ্ট করে নিয়মিত চর্চা করে মার্কেট মুভমেন্ট আয়ত্ব করে রেখেছেন,দক্ষতা অর্জন করেছেন এবং অভিজ্ঞ হয়েছেন৷এখন তাদের নতুন করে কষ্ট করার প্রয়োজন পড়ে না৷যখন তারা তাদের ট্রেডিং চার্টের দিকে তাকায় তখন তারা সহজেই বুঝতে পারে সংশ্লিষ্ট কারেন্সী পেয়ারগুলোর মার্কেট প্রাইস কখন কোন দিকে কিভাবে মুভমেন্ট করতে পারে৷তখন তারা চোখ বুজে এন্ট্রী করতে পারেন৷কেননা তারা পূর্বেই ট্রেডিং কলা কৌশল গুলো আয়ত্ব করে ফেলেছেন৷অতএব এখন তাদের আর নতুন করে কোনো কিছু শেখার বা দেখার জন্য কষ্ট করতে হয় না৷তাই তারা খুব সহজেই এই মার্কেটে আয় রোজগার করতে পারেন৷