-
প্রফিট কেন টিকে থাকে না?
। ফরেক্স এ কি আসলেই কন্টিনিউ প্রফিট করা যায়? ৩। আমি কেন বার বার লস করি? ৪। লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারি না কেন? ৫। মার্কেট কেন বার বার আমার সাথেই প্রতারণা করে? ৬। কেন ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার লুজার বা টিকে থাকতে পারে না? বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। ফরেক্স কি আসলেই কঠিন? ফরেক্সকে অনেকে যত কঠিন মনে করে ... টিকে থাকে লাস্ট ৫-১০% ট্রেডার। আর এই ৫-১০% ট্রেডার ই মার্কেট এ অভিজ্ঞতা সম্পন্ন আর এরাই সারাজিবন টিকে থাকে। এরা জানে মার্কেট যখন তখন ১০-২০% মুভ করতে পারে। আর সেই ব্যাকআপ রেখেই এরা ট্রেড করে বলে আজিবন টিকে থাকতে পারে 1
-
ফরেক্স না বুঝে ফরেক্স এ রিয়েল ট্রেড করলে প্রফিট কিভাবে টিকে থাকবে? ফরেক্স মার্কেটে প্রফিট করেও অনেকে প্রফিট ধরে রাখতে পারেন না তাদের নিজের কারণে। যেমন : ১। ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান না থাকা, ২। অতিরিক্ত ট্রেড করা ৩। মানিম্যানেজমেন্ট না করা। ৪। ধৈর্য্যহীন হওয়া ৫। অতিরিক্ত লোভ করা। ৬। টেডিং এর সঠিক সিগন্যাল না ধরতে পারা। ৭। লস হলে লসকে রিকভার করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা ইত্যাদি এই সব কারনে অনেকে প্রথমে কিছু লাভ করতে পারলেও পরবর্তীতে সব লস করে বসে থাকেন। সুতরাং ফরেক্স এর ব্যপারে জ্ঞান অর্জন করুন ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করুন তারপর ফরেক্স রিয়েল ট্রেড করুন তাহলে লস থেকে মুক্তি পাবেন।
-
ফরেক্স মার্কেটে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগন নিয়মিত প্রফিট করতে পারেন৷তবে মাঝে মধ্যে কিছু লস হতেই পারে যেহেতু ফরেক্স একটি ব্যাবসা৷তাই লস থাকবেই৷এখানে যারা আমার মতো একদম নতুন তারা বার বার লস করবেই কারন তারা ফরেক্স মার্কেটের ট্রেডিং কৌশলগুলো এখোনো কিছুই জানে না৷
-
আমি মনে করি ছোট ট্রেডার তাদের লোভ এর তারনায় প্রফিট টিকিয়ে রাখতে পারে না। আর ফরেক্স খুব ধৈরয এর বিষয় যা সবার মদ্ধে থাকে না, যে কারনেই এমনটি হয়ে থাকে।
-
ফরেক্স ট্রেড করতে হলে আগে ধৈয্য দরকার কারন এটি এমন একটি ট্রেডিং সিস্টেম যেটি আপনি চাইলেও একদিনে শিখতে পারবেন না। টানা ২ থেকে ৩ বছর লেগে থাকার পর ও অনেকে ট্রেড জগৎ এ নিয়মিত লস করছে আবার লাভ ও করছে তাই ধৈয্য ধরে সামান্য সামান্য লাভ নিয়ে ফরেক্স ট্রেড চালিয়ে যেতে হবে। ফরেক্স ট্রেড এমন না যে আপনি একটি কোর্স কোরলেন তারপর নিয়মিত প্রফিট করতে শুরু করলেন। এমন হলে তো সবাই বিলগেষ্ট হয়ে যেত আর অন্য কোন কাজ করতে হত না সবাই একটু প্রশিক্ষন নিয়েই ইনকাম করতে পারত। হ্যা আপনি আয় করতে পারবেন কিন্তু লস ও করতে হবে সাথে সাথে। তাই ধৈয্য ধরে শিখতে থাকেন একদিন একটি ভাল মানের আয় করতে পারবেন।
-
1 Attachment(s)
আমার মতে আপনি যদি মানিমেনেজমান্ট করে ট্রেড করেথাকেন তাহলে একটি তারগেট রাখতে হবে। সেটি হলে প্রতি দিন উত্তলন অথবা প্রতি সাপ্তাহে মানি উত্তলন করে নিতে হবে যদি ধারাবাহিক বাবে প্রিফিট করে থাকেন। আমি এমনটা করে থাকি। এতে করে অনেক আনন্দ পাওয়া জায় এর পাশাপাশি লোভ কাজ করে না। [ATTACH=CONFIG]6725[/ATTACH]
-
ফরেক্স ট্রেড করার চিন্তা মাথায় কারও আসলেই প্রথমে একটি বিষয় অবশ্যই আপনি মাথায় নিয়ে নিবেন প্রথম ২/৩ বছর কোন রকমের আয় হবে না। যদি এই রকম চিন্তা নিয়ে ফরেক্স ট্রেড শিখা শুরু করেন তাহলে আমার মনে হয় আপনাকে কেউ ঠেকাতে পারবে না। অর্থাত আগে শেখার দিকে মনোযোগ দিন তাহলে আপনার আয় এমনিতেই হবে। যেমন : আমরা যখন বিবিএ পড়তে যাই তখন কি আমাদের কোন বেতন দেওয়া হয় ? না স্টাডি করার সময় কোন প্রকারের বেতন দেওয়া হয় না। তাহলে ফরেক্স ও কিন্ত একটি ব্যবসা তাহলে আপনি শেখার সময় আয় কি ভাবে করতে চান। আপনাকে আয় করার জন্য অবশ্যই আগে শিখতে হবে। না ফরেক্স ট্রেড করতে চাই বলেই আমরা প্রফিট ধরে রাখতে পারি না।
-
ভাই খুব সুন্দর কথা বলেছেন। এখন ঘটনা হলো আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড না করেন কিংবা দক্ষতা ছাড়া রং পজিশনে ট্রেডগুলো নেন তাহলে প্রফিট কেন মূল ব্যালেন্সও ধরে রাখা কঠিন হয়ে যাবে। তাই সঠিক জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে নিজের দক্ষতাকে বাড়ান তাহলেই সাফল্য পাবেন, প্রফিটগুলো টিকে থাকবে এবং আরও বেশি বেশি প্রফিট করতে পারবেন।
-
আমার জানা মতে এটা কথা সেটা হচ্ছে আপনার লোভকে সংযত না করার ফলে প্রফিট টিকে থাকে না। কারণ আপনি যখন কোন ট্রেডে প্রফিট করেন তখন নিজের লোভকে সংযত না রেখে পুনরায় ঐ ট্রেডে ট্রেড ওপেন করেন বেশি লাভের আশায়। পরবর্তীতে দেখা যায় আপনার প্রফিটের অংশটাও লসের দিকে চলে যায়। আর সাধারণত এই বিষয়গুলো ঘটে থাকে আপনার অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবে। আর সে কারণেই বেশির ভাগ ট্রেডার তার প্রফিটকে টিকে রাখতে পারে না।