-
কেমন আছ সবাই
প্রায় ছয় মাস পর আবারও সবার মাঝে ফিরে আসলাম। বেশ লম্বা একটা সময় ফোরাম থেকে দুরে ছিলাম। আসলে ট্রেড নিয়ে একটু বেশি ব্যাস্থ ছিলাম বলেই ফোরামে একদমই সময় দিতে পারতাম না। এখন থেকে চেষ্টা করব নিয়মিত আসতে। হয়ত বা সব সময় নাও হতে পারে তবে অন্তত সপ্তাহে একবার হলেও আসব।
তার পর- সবার ট্রেড কেমন চলছে? ২০১৮ সালের গোল সেট করতে পেরেছেন কে কে? কার গোল কি তা শেয়ার করেন আমাদের সবার সাথে যাতে আমরা সবাই কম বেশি অনুপ্রানিত হতে পারি।
সময় দিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
-
ঠিকি বলেছেন ভাই, আসলে একসঙ্গে দুটো কাজ করা একদিকে ফোরাম পোস্টিং আবার অন্যদিকে টেডে মনোযোগ দেওয়া অনেকটা কঠিন হয়ে যায়। সেজন্য আমাদের মধ্যে এখানে এরকম অনেকেই আছেন যারা এজন্য সবসময় ফোরামে সক্রিয় ভূমিকা রাখতে পারেননা। এটা স্বাভাবিক একটা ব্যাপার কারন আমরা যদি এখানে ট্রেড করে, নিজের একটা ভাল সিস্টেম বানিয়ে মোটামুটি ভাল প্রফিট করতে পারি, তাহলে আমার মতে ট্রেডিং এ বেশি সময় প্রদান করা উচিত, তবেই আমরা উন্নতি করে সফলতা অর্জনে সক্ষম হব।
-
আলহামদুলিল্লাহ্.....আমরা সবাই ভাল আছি। আশা রাখি ২০১৮ সাল হবে আমাদের জন্য বেশ ভাল ট্রেডিং এর বছর, আশা রাখি এই ২০১৮ সালে মধ্যে আমরা অনেক লাভবান ট্রেডার পাব আমাদের মাঝে। সবচেয়ে বড় কথা হলো আমার মনে হয় এই বছর ট্রেডারদের জন্য সাকসেসফূল বছর হবে। তাই আমরা সবাই ধৈর্য্য সহকারে ট্রেড করার চেষ্টা করবো, সঠিক মানিম্যানেজমেন্ট প্রয়োগ করার চেষ্টা করবো। সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই আমাদের সিস্টেম গুলো নতুন করে ঝালাই করে নেওয়ার জন্যে ডেমো ট্রেড করবো কিছুদিন। ধন্যবাদ
-
আজিজ ভাই,আমরা সবাই ভালোই আছি কিন্তু আপনি কেমন আছেন ? কোথায় আছেন ? অনেকদিন যাবত আপনাকে ফোরামে লিখতে দেখিনা৷তাই আপনাকে খুব মিস করি৷আসলে আপনার মত বেশ কয়েকজন সিনিয়র ট্রেডার আমাদের ফোরামে নিয়মিত যদি সময় দেন তাহলে আমরা সবাই আপনাদের লেখাগুলো থেকে বেশ ভালো উৎসাহ ও অনুপ্রেরণা পাই৷বিশেষ করে আমরা যারা নতুন পুরাতন সদস্য রয়েছি সবাই যদি একসাথে প্রত্যেকে নিজ নিজ অভিজ্ঞতাগুলো পোস্ট আকারে শেয়ার করি তাহলে একদিকে যেমন আমাদের নিজেদের অভিজ্ঞতা-দক্ষতাগুলো আরও মজবুত হয় তেমনি নতুনরাও আমাদের এইসব লেখা থেকে অবশ্যই কিছু শিখতে পারে৷পাশাপাশি আমাদের সকলেরই মন মানসিকতা এবং সময়টা বেশ ভালো থাকে৷তাই যেখানেই থাকুন আবার ফিরে আসুন ফোরামে৷আমাদের জন্য ফোরামে আপনার লেখা নিত্যনতুন ভালো পোস্ট কামনা করছি৷
-
কেমন আছ সবাই
হ্যাঁ আমি ভাল আছি । আপনি কেমন আছেন ? আর আমার ট্রেড ভালই চলছে ।