ফরেক্স এ বিভিন্ন ধরনের ট্রেডার রয়েছে। এর মধ্যে মার্কেট মেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আপনার মতে কোন ধরনের ব্রোকারের অধীনে ট্রেড করা সমীচিন হবে। একজন নতুন ট্রেডারের উচিৎ* মার্কেট মেকার ব্রোকারের সাথে থেকে ট্রেড করা । কারন মার্কেট মেকাররা সাধারনত অনেক বেশি পরিমানে সুযোগ সুবিধা প্রদান করে , যা ই.সি.এন ব্রোকাররা প্রদান করে না ।