অনেক ট্রেডার আছেন যারা ফরেক্স থেকে প্রতি মাসে ৫% এর অধিক উপার্জন করেন বলে তাদের দাবী । কিন্তু এটা সম্পূর্ন অবাস্তব । হয়তো কোনো মাসে ভাগ্যের জোরে আপনি ৫% এর অধিক উপার্জন করতে পারেন কিন্তু প্রতিটি মাস একই রকম হবে না । এবং আপনি বছর শেষে আপনার উপার্জন গণনা করলে দেখবেন , মাসিক সর্ব্বোচ্চ ৫% মুনাফা করেছেন। তাই এই সব ভুগিচুকি তে পা বাড়াবেন না ।