বিশ্বের প্রায় ৯০ শতাংশ ট্রেডার আছে যাদের প্রতি ১০টি ট্রেডে ৯ টিই স্টপ লস এ হিট করে । এর কারণ অনেক হতে পারে । তবে মূল কারন হলো একই সিস্টেম ব্যাবহার না করে একাধিক সিস্টেম অনুসরন করা । তাই নিজের একটি ট্রেডিং সিস্টেম তৈরী করুন এবং শুধু সেটিই অনুসরন করুন ।তাহলেই আর লস হবে না ।