-
ব্রোকারের মুনাফা অর্জন
একটি চিন্তা প্রায় সকল নতুন ট্রেডারদের মনে আসে , আর তা হলো ব্রোকাররা কিভাবে উপার্জন করে । আবার যদি তারা মার্কেট এর সম্পর্কে অধিক অভিজ্ঞ হয়ে থাকে তাহলে কেন তারা নিজেরই ট্রেড করে না । ব্রোকাররা উপার্জন করে আপনার ট্রেডের ভিত্তিতে । অর্থ্যাৎ* আপনি যখন একটি ট্রেড ওপেন করেন, তখন কিছু স্প্রেড আপনার ব্যালেন্স থেকে নেয়া হয় । এটি ব্রোকারের মূল উপার্জন । আবার তাদের একটি এক্সপার্ট টিম আছে যারা ট্রেড করে । এই দুই পদ্ধতিতে ব্রোকার ট্রেড করে ।
-
ভাল ব্রোকাররা সব সময় লাভবান কারণ তারা দুই দিক থেকে আয় করেন। একতো আছে স্প্রেড, সোয়াপ, উইথড্রওয়্যাল চার্য ইত্যাদি কতরকমের চার্য আছে যা দিয়ে একজন কায়েন্ট ট্রেড করেন। সব সময় একটা খেয়াল রাখবেন ব্রোকার সব সময় লাভবান আপনি যতই লস করেন না কেন?
-
আমি ঠিক উল্টোভাবে চিন্তা করি তা হল এইসব ব্রোকারদের সুযোগ সুবিধার কারণেই আমরা সবাই ফরেক্স মার্কেটে সরাসরি ট্রেড করার জন্য এই বিশাল সুযোগ পেয়েছি৷বিশ্বস্ত ব্রোকার মানেই হচ্ছে আমাদের জন্য একটি নির্ভরযোগ্য ও সুবিধাজনক ট্রেডিং প্লাটফর্ম৷এখানে আমরা আমাদের ট্রেডিং একাউন্ট,ব্যালেন্স, প্রফিট,ডিপোজিট,উইথ ড্র ইত্যাদি সবকিছুই বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য অত্যন্ত সহজতর সুযোগ পাচ্ছি৷ব্রোকার যদি তাদের ট্রেডিং প্লাটফর্ম আমাদের জন্য সহজতর এবং সুবিধাজনক ভাবে তৈরি করে না দেয় তাহলে আমরা কিভাবে এই বিশাল মার্কেটে ট্রেড করার সুযোগ পেতাম ? ব্রোকার আমাদের জন্য অত্যন্ত বিশ্বস্ত বন্ধুর মত যেখানে আমরা আমাদের ব্যবসার সকল পুজিঁ-পাট্টা সংরক্ষিত রাখতে পারছি৷তাই এইসব কিছুরই বিনিময়ে অবশ্যই ব্রোকারকে আমাদের কিছু স্পেড দিতে হয়,কমিশন দিতে হয়,সার্ভিস চার্জ দিতে হয়৷কারণ কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে৷আমি সবসময় খেয়াল করি আমি কত টাকা লাভ-লস করছি কিন্তু কখনোই ব্রোকারের লাভ-লস লক্ষ্য করার মতো সময় এবং প্রয়োজন আমার নাই৷
-
আমি চাই ব্রোকার যেন লাভ করে। কারন ব্রোকারের লাভ না হলে ব্রোকার ব্যাবসায় টিকে থাকতে পারবে না। তবে এ নিয়ে আমাদের না ভাবলেও চলবে কারন আমরা আমাদের ট্রেড নিয়ে ভাববো।ব্রোকার লাভ করলে তা আমাদের ক্ষতি নয় তবে ব্রোকার ামাদের সাথে কেমন আচারন করছে সেটাই বড় কথা। আমাদের লাভ করতে হবে ভালো ট্রেডার হতে হবে। সব চেয়ে যেটা আমরা চাই যে ব্রোকার ও ট্রেডারে মধ্য সম্পর্ক ভালো থাকে।
-
সাধারনত একটি ফরেক্স ব্রোকারের একমাত্র আয় হল স্প্রেড বা কমিশন। ব্রোকার প্রতি ট্রেডে কমিশন বা স্প্রেড নিয়ে থাকে তাই হল ব্রোকারে আয়। বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে যে পার্থক্য থাকে তাই হল স্প্রেড। আর কিছু কিছু ব্রোকার দেখি ০(জিরো) স্প্রেড অফার করে থাকে। তাদের বেশিভাগই আয় করে অসৎ উপায়ে। তারা গ্রাহকে ০(জিরো) স্প্রেডের লোভ দেখিয়ে ট্রেড করার তারপর ফেক স্পাইক দিয়ে টাকা হাতিয়ে নেয়। তাই সেসব ব্রোকার ০(জিরো) স্প্রেড অফার করে তাদের কাছ থেকে দূরে থাকা ভাল। আমি ইন্সটাফরেক্সের ৩ পিপ্স ফিক্সড স্প্রেডে সন্তুষ্ট আছি।
-
আমরা যখন ট্রেড করি তখন খেয়াল করলে দেখতে পাব একটি কারেন্সি পেয়ারে বাই প্রাইস এবং সেল প্রাইস এর মধ্যে ডিফারেন্স রয়েছে যাকে আমরা এক কথায় স্প্রেড বলে থাকি। ব্রোকার মূলত এই স্প্রেড বা কমিশনের মাধ্যমে প্রফিট লাভ করে থাকে। এতে ট্রেডারদের লাভ হলেও কিংবা লস হলেও ব্রোকারের একটা ফিক্সড প্রফিট সব সময় থাকে। স্প্রেড ছাড়াও সোয়াপ যুক্ত ট্রেডিং অ্যাকাউন্ট থেকেও ট্রেডারদের প্রতিটা ট্রেড থেকে কমিশন হিসেবে প্রফিট লাভ করে থাকে।
-
আমি মনে করি বিপরীত কারণ এই ব্রোকারদের দেওয়া সুযোগের কারণে, আমরা প্রত্যেকে ফরেক্স মার্কেটে সরাসরি বাণিজ্য করার এই বিশাল সুযোগটি পাই। ব্রোকারকে বিশ্বাস করা মানে আমাদের জন্য একটি নির্ভরযোগ্য এবং সুবিধাজনক ট্রেডিং প্ল্যাটফর্ম। বজায় রাখার জন্য অত্যন্ত সহজ সুযোগ, বিশেষত আকবিবকররা তাদের বাণিজ্য প্ল্যাটফর্মটিকে আমাদের সুবিশাল এই বাজারটি তৈরি করার সুবিধার্থে এবং সুবিধাজনক উপায়টি করে না,