ফরেক্স মার্কেট এর গতিপথ পরিবর্তন দুটো প্রকৃয়ায় হতে পারে। একটি হলো ট্রেন্ড রিভার্সাল এবং অপরটি হলো ট্রেন্ড রিট্রেসমেন্ট। তবে ট্রেন্ড রিট্রেসমেন্ট আসলে মার্কেট এর গতিপথ পরিবর্তন নয় । মার্কেট সামান্য বাউন্স করে আবার পূর্বের ট্রেন্ড এ চলাই হলো রিট্রেসমেন্ট। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ কারন যখনই ট্রেন্ড পরিবর্তন হয় , তখন আপনি একটি ট্রেডের সুযোগ পান । আবার রিট্রেসমেন্ট এর ক্ষেত্রেও একই । যারা ফিবোন্যাসি ব্যাবহার করেন , তারা প্রায় সকলেই রিট্রেসমেন্ট এ ট্রেড করেন।