ট্রেডার/গেম্বলার/ইনভেস্টর
ফরেক্স মার্কেট বা এই ধরণের স্টক ট্রেডিং মার্কেট এ উপরে উল্লেখিত তিন শ্রেণীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আসলে সত্যি কথা বলতে কি - এই তিনজনের সমন্বয়েই মার্কেট চলে। প্রথম জন - সুযোগ সন্ধানী। দ্বিতীয়জন- একদিকে তো যাবেই মার্কেট! আর সব শেষ জন- লাভ নিয়েই বের হব চাই ৬ মাস বসে থাকব।
এখন বলুন - কে আসলে জয়ী? বেশির ভাগ ভোট পড়বে ট্রেডার এর দিকে। আর সব থেকে কম ভোট পড়বে গেম্বলার এর দিকে। কিন্তু সত্যি সত্যি আমরা যারা নিজেদের কে ট্রেডার বলি তারা কম বেশি সবাই গেম্বলার। কারণ ট্রেডার এর কয়টা গুণ আপনার মধ্যে আছে আঙ্গুলে গোনতে শুরু করেন।
আমার সাজেশন হল- ট্রেডার ফেডার হওয়া ছাড়েন। ইনভেস্টর হোন- আখেরে লাভবান আপনিই হবেন। সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
বিঃদ্রঃ- এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়া আমার উদ্দেশ্যে নয়।