ট্রেডিং কারুকলাও নয় আবার কৌশলও নয়। আসলে ট্রেডিং হলো একাধিক লজিক এর সম্বন্বয়ে গঠিত একটি পূবানুমান। যা সত্য হতেও পারে আবার নাও পারে। যেমন পানিতে ভাসমান একটি নৌকা যা ডুববে কি ডুববে না তা বলা সম্ভব নয়। কিন্তু না ডোবার সম্ভাবনাই বেশি যদি মাঝি ভালোভাবে পরিচালনা করে । কিন্তু স্বভাবেন নৌকার পাটাতন যদি ফুটো হয় , তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনি জিতবেন এবং জিতবেনই এটা নিশ্চিত। ফরেক্স এ যারা লেগে থাকে তারা সফল হবেই ।