ফরেক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমরা সকলেই জানি যে, মোট ট্রেডারের শতকার ৫% ট্রেডার শেষ পর্যন্ত ফরেক্স কে নিজের একমাত্র প্রফেশন বানাতে পারে। কিন্তু এটা কি আদৌ সত্য নাকি শুধু বাক্য। ঘটনা আসলেই সত্য । কারণ এটি এমন একটি মার্কেট যেখানে কোনো অ্যানালাইসিস কার্যকর হয় না। এবং কেউ বলতে পারবে না যে আগামী ৫ মিনিট পরে মার্কেট এর অবস্থা কেমন হবে।