-
ট্রেডিং এর অন্ধকার সময়।
দিনের পরে যেমন রাত আসে। এর পরে আবার দিন আসে। তেমনি প্রতিটি ট্রেডিং সিস্টেমও সবসময় কাজ করে না। তাহলে কি এমন কোনো সিস্টেম আছে যেখানে সবসময় প্রফিট হবে.? না। কেননা যেই সিস্টেম এ লস হয় না। সেটা জুয়া ছাড়া আর কিছুই নয়। কিন্তু আপনি সিস্টেমকে ভালো ভাবে আয়ত্ত্ব করে আপনার লসের পরিমাণ কমাতে পারবেন । এর জন্য একটি মাত্র সিস্টেম অনুসরণ করুন।
-
হ্যা ভাই এখানে ফরেক্স ট্রেডিং এর ভেতরের অন্ধকার ময় জগৎ* কিংবা সময় থেকে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের তৈরি ভাল একটা সিস্টেমের কোন বিকল্প নেই। আপনি যে কোন কোন সিস্টেম অথবা অন্য কারও সিস্টেম ফলো করেন না কেন তাতে কোন লাভ নেই। কারন ফরেক্স তার আপন গতিতে চলে,এবং প্রতি সেকেন্ডে বায়ার এবং সেলারের মধ্যে ফাইট হয় এখানে, এবং বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক লেনদেন গুলোর প্রভাবও এই মার্কেটের উপর পড়ে থাকে। তাই কখন কি ঘটবে মার্কেটে সেটা বলা বা অনুমাণ করাও কঠিণ। সেজন্য এখানে আপনাকে এক্সট্রা যে কাজটি করতে হবে সেটা হলো ট্রেড নেবার পর স্টপ লস সেট করা এবং তার আগে মানি ম্যানেজ ম্যান্ট করা।
-
সহমত আপনার সাথে। কিন্তু যদি কোন সিস্টেম ফ্রিকুয়েন্ট লস দিতেই থাকে বা বড় ধরনের লসের সম্ভাবনা দেখিয়ে দেয় সেই সিস্টেমেও ঝামেলা আছে বই কিছু নয়। তাই আমি বলব আগে নিজের সিস্টেম নিজের মত করে দাড় করান তার পরে ট্রেড করেন। লাভ লস হতেই পারে কিন্তু লাভ ধরে রাখতে পারা আপনার ক্রেডিট।
-
ফরেক্স মার্কেটে এইমাত্র নতুন এসেই কোনোও কিছুই না জেনে না বুঝেই ভূল করেও যদি এন্ট্রী করা হয় তাহলেও প্রফিট আসতে পারে-অসম্ভব কিছুই নয়৷কিন্তু সমস্যা হচ্ছে এই প্রফিট নিয়মিত আয় করা৷আমরা সব ট্রেডারই চাই এখান থেকে নিয়মিত প্রফিট করতে-অথচ তা সম্ভব হয় না৷কারন একটাই-তা হলো আমাদের নতুন অবস্হায় সঠিক,কার্যকরী ও বাস্তবসম্মত কোনো ট্রেডিং স্ট্র্যাটেজী থাকে না৷
-
ফরেক্স ট্রেডারদের জন্য কোন হাই ইম্পেক্ট নিউজের আগে বা পরে ট্রেডিং করাটা খুবই বিপদজনক হতে পারে। কোননা হাই ইম্পেক্ট নিউজের আগে বা পরে সব সময় মার্কেট এর ভোলাটিলিটি অনেক বেশি থাকে এবং যেকোন দিকেই মুভ করতে পারে। অনেক সময় দেখা গেছে মার্কেট নিউজ অনুযায়ী প্রত্যাশিত মুভ করে নাই। আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় নিউজের ফলাফল কেমন হবে তাই নিউজ ট্রেডিং সবসময় সুবিধার নয় যদিও নিউজ এর এফেক্ট মার্কেটে বিরাজ করতে থাকে। তাই এই সময়গুলোতে মানি মানেজমেন্ট মেনে ট্রেড করা উচিৎ
-
দুনিয়ার যেকোন ব্যবসা বা যেকোন কিছুতে উত্থান-পতন আছে এবং থাকবে। ফরেক্স ও এর বাইরে নয়। কখনও ফরেক্স এ দেখবেন লাভ হচ্ছে লাগাতার ভাবে। আবার লস ও হতে পারে লাগাতার ভাবে তখন রিয়েল ট্রেড না করাই উচিত কারন যদি লসই হয় তাহলে ট্রেড করার প্রয়োজনটা কোথায়। আর এমন একটি সিস্টেম ব্যবহার করবেন যা আপনার জন্য সহজে বুঝতে সুবিধা হয়। একটি সিস্টেমকে লক্ষ্য করে চলতে হবে তাহলে আপনার যদি লস হয় কেন হলো সেটা আপনি বুঝতে পারবেন।
-
আপনি একদম ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ এমন কোন ট্রেডিং সিস্টেম আমি দেখি নাই যেই ট্রেডিং সিস্টেম এ কোন লস হয় না লাভ আর লাভ হয় তবে আপনি যদি একটা খারাপ ট্রেডিং সিস্টেম ও ভাল করে বুঝতে পারেন তাহলে আপনি সেই ট্রেডিং সিস্টেম থেকেও লাভ বের করে আনতে পারবেন তখন আপনি জানবেন এই ট্রেডিং সিস্টেম এ আপনি কখন ট্রেড করবেন আর কখন ট্রেড করবেন না
-
আমার জানামতে ফরেক্স এ যারা অভিজ্ঞ তারাও লস করেন লাগাতার কোন কোন সময়। তখন তারা ট্রেড করেন না তারা মার্কেট থেকে বিরতি নেন। কিছু দিন বাইরে ঘুরাফেরা করেন, অন্য কাজ করেন এবং পরে আবার কিছুদিন ডেমো ট্রেড করেন এবং যখন ডেমোতে নিজের সিস্টেম কাজ করা শুরু করে তখন রিয়েল ট্রেড করেন। এভাবেই চলে একজন ট্রেডারের জীবন। একজন ট্রেডার কখনও লাগাতার ভাবে লাভবান হতে পারেন না। আসলে এই ধরনের সমস্যা হলো সাইকোলজিক্যাল। তাই যখন লস হওয়া শুরু হবে দেখবেন লাগাতার লস হচ্ছে কিছু ট্রেড বন্ধ রাখবেন। তাতে আপনার ট্রেডিং এর জন্য ভাল।
-
ফরেক্স মার্কেট সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিদিন ট্রেডিং স্ট্রেটিজি পরিবর্তন করা। আর প্রতিদিন পরিবর্তন করার ফলে কোন স্টে্ট্রেজিতে সে সফলতা পায় না। কিন্তু একটা স্টে্ট্রেজি সবসময় প্রফিট নাও দিতে পারে। তাই বলে ডেইলি নিত্য নতুন পদ্ধতিতে ট্রেড করা উচিত নয়।
-
ট্রেডিং এর অন্ধকার সময় ।
ফরেক্সে কেউ নতুন এসেই ট্রেড করল এবং সে লাভ ও করল কিন্তু এই লাভ তার ধরে রাখাটা হল সবথেকে মুখ্য বিষয় ।কারন যথাযথ জ্ঞান না হয়ে ফরেক্সে ট্রেড করলে মার্কেটে টিকে থাকা অসম্ভ হয়ে পড়ে । তাই ফরেক্সের ট্রেডিং নিয়ে তারপর ট্রেড করা উত্তম ।