বেকটেস্ট হলো মার্কেট এর পূর্বের সময়ের ডাটা পর্যবেক্ষন করা আর ফরওয়ার্ড টেস্ট হলো ডেমো ট্রেড করে একটি সিস্টেমকে পর্যবেক্ষন করা। দুটোই খুবই ফলপ্রসূ। তবে বেক টেস্ট এর চেয়ে ফরওয়ার্ড টেস্ট অধিক সুবিধা জনক। ফরওয়ার্ড টেস্ট এ আপনি মার্কেট এর রিয়েল টাইম ডেটা পাবেন যা বেকটেস্ট এ সম্ভব নয়। তাই বেক টেস্ট না করে ডেমোট্রেড করুন।