আমি ফরেক্স মার্কেটে দেখেছি যে সকাল বেলা মার্কেটের মুবমেন্ট খুব একটা বেশি থাকে না তাই সকাল বেলাই কি উত্তম সময় ট্রেডের.
Printable View
আমি ফরেক্স মার্কেটে দেখেছি যে সকাল বেলা মার্কেটের মুবমেন্ট খুব একটা বেশি থাকে না তাই সকাল বেলাই কি উত্তম সময় ট্রেডের.
সকাল বেলা ট্রেড করা ভালো নয়। বাংলাদেশ সমায় দুপুর ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভালো মুভমেন্ট দেখা যায়, তাই এই সমায় ট্রেড করা যেতে পারে। তবে সন্ধা ৬.১০ মিনিটে ভলো মুভমেন্ট হয়। মাসের কিছু সমায় রাত ১২ টায় মুভমেন্ট করে তবে তা খুব বড় ধরনের মুভমেন্ট প্রায় ২০০ থেকে ৩০০ পিপস।
ভাই সকাল বেলা কিছু কিছু পেয়ার মার্কেটে মুভমেন্ট করে বেশি যেমন nzdusd, audusd এই পেয়ারগুলো বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৫.০০ মিনিটে বেশি মুভমেন্ট করে থাকে। কারণ এই সময়ে এই দুটো পেয়ারে নিউজ প্রকাশিত হয়ে থাকে বেশির ভাগ সময়ে। এছাড়া বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত প্রায় সব পেয়ারের নিউজ প্রকাশিত হয়। তবে সকাল বেলা কোন পেয়ারে ট্রেডে এন্ট্রি না নিয়ে আপনি দুপুর ও সন্ধ্যা দিক দিয়ে নিউজগুলো ফলো আপ করতে পারেন এবং সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন।
আসলে ফরেক্স মার্কেট এ সকাল আর বিকাল নাই যেকোন সময় ট্রেড করা যায়। তবে কিছু কিছু সময় মার্কেট এর ভোলাটিলিটি বেশী থাকে তখন অনেকেই স্ক্যালপিং করেন তাদের জন্য সুবিধা। প্রাথমিক অবস্থায় স্ক্যালপিং থেকে দুরে থাকতে হবে। কারণ স্ক্যালপিং করা অত্যান্ত রিস্কি। লং টাইম ফ্রেমে ট্রেড করতে হবে যদি ফরেক্স মার্কেটে লাভবান হতে চান। অনেক সময় নিয়ে ট্রেড করতে হবে অন্তত এইচ৪ এবং ডে১ এর টাইমফ্রেমে ট্রেড করতে হবে। ট্র্রেড করতে হবে সিগ্ন্যাল দেখে। নিজের সিস্টেম এর সিগ্ন্যাল দেখে ট্রেড এ এন্ট্রি নিতে হবে।
ফরেক্স মার্কেটে ৪টি ট্রেডিং সেসন রয়েছে যেকারনে ২৪ঘন্টাই আপনি ট্রেড করতে পারবেন৷আমাদের দেশের সময় অনুযায়ী ভোর বেলা ৪টা থেকে ৫টা এবং ৫টা থেকে ৬টা...৭টা বা ৮টা পর্যন্ত এই সময়টাতে সিডনী ও টোকিও সেসনে ভালো লেনদেন হয়ে থাকে৷তাই ঐ সময়ে aud,nzd ও jpy কারেন্সী সংযুক্ত পেয়ারে ট্রেড করতে পারেন,কোনো সমস্যা নেই৷
ভাই পজিশন যদি পান তাহলে ট্রেডের জন্য এন্ট্রি নিতে পারেন। কারনটা হল এখানে আপনি সারাদিনে এবং রাতে মিলিয়ে ২৪ ঘন্টাই এই মার্কেটটাকে খোলা পাচ্ছেন। তাই যখন মনে করেন একটু পজিশন হওয়া হওয়া ভাব কিংবা হতে পারে কিছুক্ষণের মধ্যে ঠিক সেই মুহুত্ব থেকেই আপনি ট্রেডের জন্য পিপারেশন নেওয়া শুরু করে দিবেন । সুতরাং সকাল বিকাল যখন সুযোগ মেলে তখনি ট্রেড নিন।
একটু কেমন কেমন টপিক হয়ে গেল না! ট্রেড সকাল বেলা করবেন না বিকালে করবেন তা আপনার নিজের এনালাইসিস বলে দিবে। সেটা সকালে হতে পারে আবার বিকালে হতে পারে অথবা রাতেও হতে পারে। আপনাকে ট্রেড করতে হবে আপনার সিস্টেম মত। ভাল থাকবেন।
ভাই সকাল বেলাতে আপনি যদি ভাল কোন পজিশন পেয়ে যান তাহলে সেটা ছেড়ে দিলে অনেক ভুল হবে। কারন অনেক সময় অনেক এ্যানালাইসিস করার পরও দেখা যায় যে ভাল কোন পজিশন মেলেনা। তাই যেহেতু এই মার্কেটটি সপ্তাহে ৫ টা দিন সারা দিন-রাত খোলা থাকে, সেহেতু আপনি যখনি কোন ভাল এন্ট্রি পাবেন, ঠিক সেই মুহুর্তে আর দেরি না করে ট্রেড নিতে পারেন।
সাকাল বেলা ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল এই সময় মার্কেট খুব কম মুভ করে তাই এই সময় ছোট ছোট ট্রেড গুল আপনি করতে পারেন আমি সকাল বেলা ট্রেড করার জন্য অনেক ট্রেডিং সিস্টেম আছে সেই ট্রেডিং সিস্টেম গুল ভাল কাজ করে আবার যা ডেলি চার্ট এ ট্রেড করে তারাও সকাল বেলা ট্রেড করে আপনি যদি সকাল বেলা সময় পান তাহলে আপনি ও সকাল বেলা ট্রেড করতে পারেন
মার্কেট সপ্তাহে ৫ দিন থাকে। মার্কেট ২৪ ঘণ্টাই খোলা তাই আপনি যে কোন সময় ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারবেন। কিন্তু সকাল রাত ৩টা থেকে সিডনি সেশন এবং ভোর ৬টা থেকে টোকিও সেশন শুরু হবার ফলে বাংলাদেশ টোইমে সকালের দিকে ২টা সেশন যখন একসাথে রানিং থাকে এবং তখন মার্কেটে ভোলাটিলিটি একটু বেশি থাকে, যদিও নিউইয়র্ক সেশন লন্ডন সেশনের একসাথে হয় কিন্তু সিডনি সেশন ও টোকিও এর সময়, মানে সকাল বেলা মুভমেন্ট কিছুটা বেশি হবার কারনে ইন্ট্রাডে ট্রেডারদের জন্য যা প্রফিট বা লস খুব সহজেই হয়।