অনেকে বলছে কমপক্ষে ৪ মাস.....
Printable View
অনেকে বলছে কমপক্ষে ৪ মাস.....
আসলে এখানে কতদিন ডেমো করতে হবে তার নির্দিষ্ট কোন সময় সীমা আমার জানামতে নেই। এখানে সব থেকে বড় কথা হল আপনি যখনি একটা স্ট্রাটেজি বিল্ডআপ করে নিয়মিত প্রফিট করতে পারবেন তখনি আপনি লাইভ ট্রেডিং এর জন্য ফিট। তাই আগে সিরিয়াস ভাবে ট্রেড শিখুন। সময় বিষয় নয়। বার বার লস করার চাইতে এক বারে শিখে আসা উত্তম।
আমার মতে একজন নতুন ট্রেডারের তত দিন ডেমো করা উচিত যতদিনে তার নিজস্ব স্ট্রেটেজি তৈরী না হয়। কারন ফরেক্স ব্যবসা ভালভাবে শিখতে হয় প্রথমে তারপর গিয়ে রিয়েল ট্রেড। ফরেক্স ব্যবসায় লস ঠেকানো কোন রাস্তা নেই। কিন্ত আপনি ভাল অভিজ্ঞ হন তাহলে লস কিভাবে রিকভার করতে হয় সেটা জানতে পারেন। তাই ডেমো ট্রেডকরে নিজেকে প্রস্তুত করে নিতে হবে রিয়েল করার জন্য। ডেমো ট্রেড এর মাধ্যমে ট্রেডিং এর কলাকৌশল গুলো আয়ত্ব করতে হবে। একমাত্র ডেমোই হলো ১০০ভাগ রিস্ক ফ্রি ট্রেডিং শেখার জায়গা।
নতুন অবস্থায় ভাই আপনাকে কমপক্ষে ৯ মাস ডেমোতে ভালকরে কন্টিনিউ প্রাকটিস চালিয়ে যেতে হবে। এর ফাঁকে দিয়ে আপনাকে ফরেক্স মার্কেটের সবধরনের জ্ঞানগুলো অর্জনে চেষ্টা চালাতে হবে। এভাবে ধীরে ধীরে
অাপনার অভিজ্ঞতাও দেখবেন যে অনেক বেড়ে গিয়েছে আপনি বুঝতেও পারবেননা। সুতরাং আমার মতামত হল ডেমো একাউন্টে প্রাকটিস করা এটা আপনাকে অব্যাহত রাখতে হবে সবসময়।
আপনি আসলে কি বলতে চাচ্ছেন তো কিছুই বুঝতে পারছি না। আপনা প্রসঙ্গে বিস্তারিত কোন কিছু লিখা নাই। আপনি যদি দয়া করে বিস্তারিত লিখেন তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আপনি মনে হয় জানতে চেয়েছেন ডেমোতে আপনি কতদিন অনুশীলন করতে চান তাই তো? যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলতে চাই সেখানে কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যতদিন না পর্যন্ত সঠিকভাবে ট্রেড করতে পারছেন ততদিনই আপনাকে ব্যবহার করতে হবে।
ফরেক্স এমন একটা বিষয় যে এমন না যে আপনি একদিনে তা আয়ত্ব করতে পারবেন আবার এমন না যে আপনি সারাজীবন ফরেক্স এর জন্য ব্যয় করবেন তাও ফরেক্স শিখতে পারবেন না।ধৈর্য ধরে পরিশ্রমের সাথে চেষ্টা করুন খুব সহজেই ফরেক্স নিজের আওতায় আনতে পারবেন যে কিভাবে ট্রেড করলে ফরেক্স থেকে লাভবান হওয়া যাবে। তবে এটা অনেকের ক্ষেত্রে ভিন্নই হতে পারে। আর ডেমো একাউন্টে যতদিন পর্যন্ত না নিজের একটা কনফিডেন্স না আসছে ততদিন পর্যন্ত ডেমো একাউন্ট এ ট্রেড চালিয়ে যাওয়া উচিৎ।
ডেমো ট্রেডিং করে করে ফরেক্স মার্কটে ট্রেডিং কলা-কৌশলগুলো শিখতে হয়৷একটা সঠিক ও বাস্তবসম্মত প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজী নিশ্চিত হওয়াই মূলত ডেমো প্র্যাকটিসের আসল উদ্দেশ্য৷অনেকেই ৬ মাস ডেমো প্র্যাকটিস করেই রিয়েল ট্রেডে নিয়মিত সফলতা পেয়ে যায় আর অনেকেই ৩ বছরেও ঐ সফলতা খুঁজে পায় না৷
নতুনদের জন্য ডেমো একাউন্টটে প্রাকটিস চলতেই থাকবে সেটা কতদিন চলবে এটা নির্ভর করবে আপনার নিজের উপর আপনি যদি ডেমোতে প্রতিনিয়ত প্রফিট করতে পারেন তাহলে লাইভ ট্রেড করতে পারেন। আর যদি লস করতে থাকেন তাহলে আপনাকে আর ডেমো প্রাকটিস করতে হবে। তাই কতদিন ডেমো করবেন এটা নির্ভর করে ট্রেড অভিজ্ঞতার উপর। তবে লাইভ ট্রেড করার সাথে সাথে ডেমোতে প্রাকটিস নিয়মিত চালু রাখাটা অনেক ভাল এতে করে নিজের অভিজ্ঞতা আরও বাড়তে থাকে। আমরা লাইভ ট্রেড করার সময় অনেক এন্ট্রি রিস্ক নিয়ে নিতে চাই না কিন্তু ডেমোতে সেটা র্নিদিধায় নিয়ে নেই তাই যদি প্রতিটি রিস্ক আপনার কাছে লাগে এবং প্রতিটি ট্রেড এ প্রফিট করতে পারেন তাহলে লাইভ ট্রেড করতে গেলেও আপনি প্রতি ট্রেড এ রিস্ক নেওয়া শিখে যাবেন এবং লাভবান হবেন।
নতুন হিসেবে কতদিন আপনাকে ড্যামো প্রাক্টিস করতে হবে, তার কোন বাধা-ধরা নিয়ম নেই। ড্যামো একাউন্ট হচ্ছে রিস্ক ছাড়া ট্রেড শেখার বা এনালাইসিস করার নির্ভরযোগ্য জায়গা। এখানে আপনি ততদিন অনুশীলন করুন, যতদিন আপনি আপনার ট্রেডিং স্ট্রেটেজির উপর আস্থা না আনতে পারছেন। যখনি কোন নতুন স্ট্রেটেজির খোজ পাবেন, আগে কিছুদিন ড্যামোতে প্রাক্টিস করুন, সন্তোষজনক হলে রিয়েলে এ্যাপ্লাই করুন।
নতুনদের জন্য ডেমো ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়।কারণ ডেমো ট্রেডিং এর মাধ্যমে নতুন ট্রেডারগন ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করে।ডেমো ট্রেডিং এর মাধ্যমে ধীরে ধীরে মার্কেট এনালাইসিস করার একটি অভিজ্ঞতা অর্জন হয়।তাই যতদিন না ভালো ট্রেডিং অভিজ্ঞতা অর্জন হয় ততদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত।তবে কমপক্ষে তিন থেকে চার মাস ডেমো ট্রেডিং করলে মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন হয়।