কি কি নিউজ আছে ফরেক্স মার্কেটে?প্রধান কয়েকটি নাম দেয়া হল। * Interest Rate. * CPI. * Core CPI. *Unemployment Claim. *Unemployment Change. *GDP. *Consumer Confidence. * Retail Sales. *Construction PMI. *Service PMI. *Trade Balance.
Printable View
কি কি নিউজ আছে ফরেক্স মার্কেটে?প্রধান কয়েকটি নাম দেয়া হল। * Interest Rate. * CPI. * Core CPI. *Unemployment Claim. *Unemployment Change. *GDP. *Consumer Confidence. * Retail Sales. *Construction PMI. *Service PMI. *Trade Balance.
বাস্তবিকই এখানে এমন অনেক ট্রেডার আছেন যারা নিউজ ট্রেডের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং এটাই তাদের প্রধান কাজ যে নিউজের উপর বেসিস করে সব ট্রেডগুলো নেওয়া। এটাকে এখানে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়ে থাকে। নিউজ ট্রেডে আপনি খুব অল্প সময়ে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং ফরেক্স ফ্যাকট্রির নিউজের পাশাপাশি আপনাকে এক্সট্রা ভাবেও কিছু জানতে হবে।
অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা কেবলমাত্র বড়বড় নিউজ আওয়ারেই ট্রেড করেন৷নিউজ আওয়ারে মাত্র আধা ঘন্টা বা ১ ঘন্টা মার্কেটে বসে এবং তারা তাদের প্রফিট নিয়ে বের হয়ে যান৷নিউজ ট্রেডিংএর জন্য পর্যাপ্ত দক্ষতার প্রয়োজন আছে৷নতুন ট্রেডারগণ অভিজ্ঞতার অভাবে এই নিউজ আওয়ারেই তাদের ব্যালেন্স গুলো হারিয়ে ফেলে৷
ফরেক্স এ নিউজ একটি বড় আকারে প্রভাব ফেলে মার্কেটে তাই একটি ট্রেড করার আগে অবশ্যয় নিউজ এর দিকে নজর রাখতে হয়। একটি ট্রেড করার পর যদি আপনি নিউজ এর দিকে খেয়াল না রাখেন তা হলে বড় একটি নিউজ এর কারনে আপনার ট্রেডটি লসের সম্মুখিন হতে পারে। তাই ফরেক্স এর কিছু বড় বড় নিউজ সম্পর্কে জেনে বুঝে তারপর ট্রেড করা উচিৎ। এ সকল নিউজ আমরা বিভিন্ন সাইট যেমন ফরেক্স ফ্যাক্টরি, ইনভেসটিং ডট কম ছাড়াও আরও অনেক জায়গায় পেছে থাকি।
হ্যা অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজের কথা বলেছেন যেগুলো আমরা বিভিন্ন নিউজ সাইটে গেলেই দেখতেই। এ ধরনের নিউজ প্রতিমাসেই থাকে তাই এসকল নিউজ সম্পর্কে বুজতে পারলে নিউজ ট্রেডিং করেই ভালো প্রফিট করা সম্ভব। সাধারনত unemployment rate এর উপর যখন কোনো নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট ১/২ মিনিটে ৫০ থেকে ১০০ পিপসের মত মুভমেন্ট করে থাকে। তাই কিছু গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে ভালো ধারনা রাখা প্রয়োজন।
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা শুধুমাত্র ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেড করে থাকে।কারন ট্রেড করার আগে অবশ্যই সেই কারেন্সির উপর এনালাইসিস করে তার পর ট্রেড এন্ট্রি নেওয়া উচিত তাহলে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।তাই প্রতিদিন রাত ১২ টার পর প্রতিটি কারেন্সির নিউজ আপডেট হয় সেই নিউজ দেখে এবং টেকনিক্যাল এনালাইসিস করে যদি মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়া হয় তাহলে আমাদের লস হওয়ায় সম্ভাবনা খুব কম থাকবে এবং অল্প সময়ের মধ্যে আমরা ভাল প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারবো।তাই নিউজ আপডেট না হওয়া পর্যন্ত আমাদের উপেক্ষা করা উচিত।
সাধারণত আমি নিউজ ট্রেডিং থেকে বিরত থাকি,আমি টেকনিক্যাল এন্যালাইসিস এর উপর নির্ভর করে ট্রেড করে থাকি তাই নিউজ ট্রেডিং করিনা,আমার কাছে নিউজ ট্রেডিং বেশি রিস্কি মনে হয়ে থাকে,ফরেক্স মার্কেট এর বড় বড় মুভমেন্ট নিউজ এর উপর হয়ে থাকে,ভালো দক্ষতা না থাকলে নিউজ ট্রেডিং থেকে বিরত থাকা উচিত।