পিনবার ট্রেডিং এ ট্রেডারদের করণীয় কি?
কোথায় পিনবার গঠন হল, সার্পোট জোন বা লাইনে নাকি এর আশে-পাশে।
কোথায় পিনবারের স্টপ লস দিতে হয়।
কোন পিনবারে অর্ডার বা ট্রেড করবেন এবং কোনটি কে এড়িয়ে যাবেন।
পিনবারের কোন পজিশনে অর্ডার দিলে নিশ্চিত কিছু প্রফিট করা যায়।
পিনবারের কোন পজিশনকে SL হিসেবে ব্যবহার করা হয়।
কখন পিনবারে অর্ডার নেয়া উপযুক্ত নয় (নিউজ, বিগ প্লেয়ার ওয়ার)
কোন টাইম ফ্রেম পিনবার ট্রেডিং জন্য ভাল (ব্যক্তিগতভাবে লর্ন টাইম ফ্রেম H4,D1,W1 ভাল রেজাল্ট দিয়ে থাকে)
সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হল কত পিপস TP দিবেন, এইজন্য পিনবারের লেগের(ছায়া) সাইজকে ব্যবহার করুন বা ক্যান্ডেলস্টিক প্যার্টান সম্পর্কে জানুন।
আপনারা যদি উপরের বিষয়গুলো মনে রেখে পিনবার ট্রেডিং করেন তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ১০০% পারফেক্ট এন্টি এবং প্রফিট করতে পারবেন। :tie: