যারা বুদ্ধিমান তারা ট্রেন্ড থেকেই কিন্তু প্রফিট নেয় ট্রেন্ডের সাথে থেকেই। আপট্রেন্ডে বাই ছাড়া কখনো সেল দিবেনা তারা। ডাউনট্রেন্ডে সেল ছাড়া বাই কখনো দিবেনা তারা। আর স্কাল্পাররা ছাড়া লংটার্ম ট্রেডাররা কখনো সাইডওয়েতে ট্রেড পছন্দ করেন না ।
Printable View
যারা বুদ্ধিমান তারা ট্রেন্ড থেকেই কিন্তু প্রফিট নেয় ট্রেন্ডের সাথে থেকেই। আপট্রেন্ডে বাই ছাড়া কখনো সেল দিবেনা তারা। ডাউনট্রেন্ডে সেল ছাড়া বাই কখনো দিবেনা তারা। আর স্কাল্পাররা ছাড়া লংটার্ম ট্রেডাররা কখনো সাইডওয়েতে ট্রেড পছন্দ করেন না ।
“ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড” অর্থাৎ অভিজ্ঞ ট্রেডারগণ ফরেক্স মার্কেটে ট্রেন্ডের সাথেই ট্রেড করেন৷সংশ্লিষ্ট পেয়ারটির price যতবার এই নির্দিষ্ট রেন্জের সাপোর্ট লেভেলগুলোতে টাচ করবে দক্ষ ট্রেডারগণ ঠিক ততোবারই Buy এন্ট্রী করবে এবং রেসিসট্যান্স লেভেলগুলোতে price যতবার টাচ করবে দক্ষ ট্রেডারগণ ঠিক ততোবারই Sell এন্ট্রী করবে৷অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারই আছেন যারা শর্ট টাইম ফ্রেম গুলো দেখে scalping করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন৷তারা মূলত ranging বা সাইডওয়েতে স্ক্যাল্পিং করে থাকেন৷রেন্জিং মার্কেটে প্রাইস বেশ কয়েকবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের মাঝখানে up and down করতে থাকে৷এই সুযোগকে কাজে লাগিয়ে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগন স্ক্যাল্পিং করে থাকেন৷ফলে প্রচুর প্রফিট করতে পারেন৷অদক্ষ,নতুন ও শিক্ষার্থী ট্রেডারগন এই ধরনের স্ক্যাল্পিং করা থেকে সাবধান থাকবেন৷
ফরেক্স ট্রেডার হিসাবে যদি নিজেকে বাচিয়ে রাখতে হয় তাহলে কিছু মূল বিষয় আছে যেগুলো লক্ষ্য রাখতে হবে তারমধ্যে প্রধান বিষয় হলো ট্রেন্ড কে ফলো করা। যিনি ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করবেন তিনি এই মার্কেট থেকে কিছুই নিতে পারবেন না আরও দিতে হবে শুধু। আমার আগে কিছু ভূল ছিল যেগুলো প্রাই সবাই করে থাকেন মার্কেট যখন রিট্রেস করে আমরা মনে করতান টেন্ড মনে হয় শেষ হয়ে গেছে আপট্রেন্ড থাকলে সেল দিতাম এবং ডাউনট্রেন্ড থাকলে বাই দিতাম এবং লস। এরকম অনেক ভূল আছে আমরা অসংখ্য বার করে থাকি তাইতো লস করতে হয় বার বার।
আপনি অনেক ভাল পোস্ট করছেন ফরেক্স মার্কেট এ মার্কেট যেই দিকে লং টাইম এ মুভ করে সেই দিকেই ট্রেড করা উচিত এতে করে আপনার লস ট্রেড এর পরিমান অনেক কমে যাবে আর লাভ ট্রেড এর পরিমান অনেক বাড়তে থাকবে সফল ট্রেডার ফরেক্স মার্কেট এ এই ভাবে ট্রেড করতে থাকে আর অনেক বেশি লাভ করতে পারে ফরেক্স মার্কেট থেকে
যারা একটু বুদ্ধিমান ট্রেডার তারা ট্রেন্ডর এর বিপরীত দিকে ট্রেড করতে চান না। কারন মার্কেট এ একটা স্ট্রং ট্রেন্ড ধরতে পারলে সবেচেয়ে বেশি লাভ করা সম্ভব। আর রেন্ঞ্জিং মোডে ট্রেড করে সঠিক সময়ে ট্রেড আমাদের ক্লোজ করে দেওয়া উচিত।
মার্কেটে ট্রেন ফলো করা একটা ভালো উপায় প্রফিট লাভ কর। কারণ মার্কেট সবসময় ট্রেন্ড ফলো করে। সে কারণে আপনি যদি ফ্রেন্ড ফলো করে ট্রেডিং করেন তাহলে আপনারও প্রফিট আসবে।
মার্কেট ট্রেন্ড হলো বাজারের ওঠানামার প্রবণতা, যা একাধিক ফ্যাক্টরের মাধ্যমে নির্ধারিত হয়, যেমন অর্থনৈতিক পরিস্থিতি, সরকারী নীতিমালা, এবং আন্তর্জাতিক ঘটনাবলী। ট্রেডাররা এই ট্রেন্ডগুলি বিশ্লেষণ করে লেনদেনের সিদ্ধান্ত নেয়। কিছু ট্রেডার দীর্ঘমেয়াদী প্রবণতা অনুসরণ করে (ডে ট্রেডার), আবার কেউ স্বল্পমেয়াদী ফ্লাকচুয়েশন থেকে লাভ করতে চায় (স্কালপার)। মার্কেট ট্রেন্ডের বিশ্লেষণে ব্যবহৃত হয় বিভিন্ন প্রযুক্তিগত সূচক যেমন, মুভিং অ্যাভারেজ, rsi, এবং macd, যা ট্রেডারদের সঠিক সময়ে ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করে।