একজন পেশাদান টেডারের একটি ট্রেডিং রুটিন থাকে এমনকি যদি ট্রেড করার মতো কোন কিছু নাও থাকে হলেও সে তার রুটিং অনুসরণ করে। একজন পেশাদান ট্রেডার তার রুটিন অনুসরণ করেন কারণ এটি তার অভ্যাসে পরিনত হয়ে যায়। কারণ এটি তার পরিকল্পনার অংশ।
Printable View
একজন পেশাদান টেডারের একটি ট্রেডিং রুটিন থাকে এমনকি যদি ট্রেড করার মতো কোন কিছু নাও থাকে হলেও সে তার রুটিং অনুসরণ করে। একজন পেশাদান ট্রেডার তার রুটিন অনুসরণ করেন কারণ এটি তার অভ্যাসে পরিনত হয়ে যায়। কারণ এটি তার পরিকল্পনার অংশ।
হ্যা ভাই আপনি একদম সঠিক কথাই বলেছেন। কারন ফরেক্স মার্কেটে যারা মনে করেন প্রফেশনাল ট্রেডার তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা তাদের সব কর্মকান্ডের মাঝে একটা সমন্বয় সাধনের মাধ্যমে সবসময় দেখবেন যে একটা ডিসিপ্লিন মেন্টেন করে চলার চেষ্টা করে থাকেন। এটা তাদের ডেইলি রুটিন বলা যায়। সুতরাং আমার মতে এখানে প্রত্যেকটা ট্রেডারেরই নিজস্ব একটা ডেইলি রুটিন বানিয়ে সব কাজ করা অত্যন্ত জরুরী।
হ্যা, অবশ্যই একজন ট্রেডারকে নিয়মের ভিতরে থাকতে হয় সব সময়। প্রতিদিন একটা রুটিনের মধ্যে দিয়ে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেট বলতেই ডিসিপ্লিন যারাই লস করছেন বা করেছেন দেখুন নিয়ম কানুন না মানার কারনে হয়েছে। প্রতিটি ট্রেডারই লাভ করেন এবং বেশ ভাল পরিমানে লাভ করতে পারেন কিন্তু সেই লাভটাকে অধিকাংশ ট্রেডার ধরে রাখতে পারেন না তার মূল কারন হচ্ছে নিয়মমাফিক ট্রেড না করার কারনে। যখন একজন ট্রেডার নিজেকে কন্ট্রোল না করতে পারবেন তখন সেই ট্রেডার শুধু লস করতে থাকেন।
ফরেক্স ট্রেডারদের “ডেইলী রুটিন” কে আমরা “ট্রেডিং প্ল্যান” বলতে পারি অথবা “ট্রেডিং ডিসিপ্লিন” বলতে পারি৷আমরা যে যেভাবে বুঝি সেভাবেই বলতে হবে৷ফরেক্স ট্রেডে প্রত্যেক ট্রেডারদেরই অবশ্যই একটি রুটিন বা প্ল্যান বা ডিসিপ্লিন থাকা অপরিহার্য৷যেমন ধরুন প্রতিদিন সংশ্লিষ্ট পেয়ারগুলোতে কি ধরনের নিউজ ইম্প্যাক্ট রয়েছে ? ট্রেডের পূর্বে অবশ্যই সেগুলো একনজরে দেখে নেওয়া জরুরি৷এরপর ধরুন সংশ্লিষ্ট প্লেয়ারটির ট্রেন্ড কোন অবস্থায় রয়েছে ? প্রাইস এই মূহূর্তে support/resistance লেভেলের কোথায় রয়েছে ? কোন টাইমফ্রেম দেখে আমরা ট্রেড করবো ? ক্যান্ডেলস্টিক গুলো কি ধরনের formation বা প্যাটার্ণ তৈরি করছে ? ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় কতটুকু লটে ট্রেড করা উচিত ? মানি ম্যানেজমেন্ট এবং risk reward ratio অনুসারে যথাযথ স্থানে টেক প্রফিট এবং স্টপ লস সেট করা হয়েছে কিনা ? সেশন অনুসারে ট্রেড করতে বসেছি কিনা ? এই মূহূর্তে মার্কেটে ট্রেডার্স সেন্টিমেন্ট কী রয়েছে ?... ইত্যাদি বেশ কিছু বিষয় নিয়মিত রুটিন অনুযায়ী আমাদের প্রত্যেককেই লক্ষ্য করে কাজ করা অত্যাবশ্যক৷
সকল প্রতিষ্ঠিত ট্রেডারদের নিজস্ব একটা রুটিন থাকে যার মাধ্যমে তিনি তার ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে থাকেন। যেমন প্রতিদিন তার জীবনের চলাফেরা থেকে শুরু করে সব কিছুতে থাকে নিয়মের মধ্যে তেমনি ট্রেডিং ও চলে তার সমন্বয়ে। প্রতিদিন সকালে প্রথম কাজ হলো চার্ট দেখা, যদি ট্রেড আগে থেকে নেওয়া থাকে সেগুলো কোন অবস্থানে আছে সেগুলো দেখা, সাথে নতুন কোন ট্রেড নেওয়ার মত পজিশন আছে কি না সেগুলো দেখা, কোন ট্রেড বিপরীত দিকে চলে গেলে সেগুলোকে কেটে দেওয়া, এবং অর্থাত ট্রেড মেনেজমেন্ট করা। যখন চার্ট দেখা শেষ তখন অন্যান্য কাজ গুলো করা যেমন ট্রেড জার্নাল চেক করা, নতুন এন্ট্রি থাকলে সেগুলো জার্নালে অন্তরভূক্ত করা, যদি বাতিল ট্রেড থাকে কেন বাতিল হলো সেগুলো জার্নালে এন্ট্রি করা ইত্যাদি। অর্থাত একজন পেশাদার ট্রেডারে দিন কাটে ট্রেডিং এর কাজ নিয়ে।
আপনি অনেক ভাল পোস্ট করছেন একজন ভাল ট্রেডার অনেক কঠিন নিয়ম মেনে ট্রেড করে এই কারন এ সে একজন ভাল ট্রেডার আমার দেখা ভাল ট্রেডার সে তার নিয়ম এর বাইরে যেয়ে ট্রেড করে না এই কারন এ তার বেশির ভাগ ট্রেড লাভ হয় আর একজন বিফল ট্রেডার সে কোন নিয়ম মেনে ট্রেড করে না সেই কারন এ সে মার্কেট থেকে অনেক বেশি লাভ করতে পারে না ফরেক্স মার্কেট এ
আমার ডেইলি রুটিন হচ্ছে আমি মার্কেট প্রতিদিন অ্যানালাইসিস করে থাকি। মার্কেট সেন্টিমেন্ট বুঝতে মার্কেট এনালাইসিস করা জরুরী। মার্কেট এ সারাদিন না বসে থেকে আমরা যথাযথ সময় শুধু বসলেই হবে। মার্কেট এ অলটাইম বসে থাকতে হবে।
āĻāϏāϞ⧠āĻāĻ āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϝāϤāĻā§āϞ⧠āĻĒā§āĻļāĻžāĻĻāĻžāϰ āĻŦāĻž āĻĒā§āϰāĻĢā§āĻļāύāĻžāϞ āĻā§āϰā§āĻĄāĻžāϰ āϰā§ā§āĻā§āύ āϤāĻžāĻĻā§āϰ āύāĻŋāĻāϏā§āĻŦ āĻāĻŋāĻā§ āύāĻŋā§āĻŽ āύā§āϤāĻŋ āϰā§ā§āĻā§, āϝā§āĻāĻž āϤāĻžāϰāĻž āĻāĻāĻžāύ⧠āϏāĻžāϰā§āĻŦāĻā§āώāĻŖāĻŋāĻāĻāĻžāĻŦā§ āĻĒā§āϰāϤāĻŋāύāĻŋā§āϤāĻ āĻŽā§āύ⧠āĻāϞā§āύāĨ¤ āϤāĻžāϰāĻž āϤāĻžāĻĻā§āϰ āύāĻŋā§āĻŽā§āϰ āĻŦāĻžāĻāϰ⧠āĻŦā§āϝāϤāĻŋāĻā§āϰāĻŽ āĻā§āύ āĻāĻŋāĻā§ āĻā§āϰāĻšāĻŖ āĻāϰā§āύ āύāĻž, āϤāĻžāϰāĻž āϏāĻŦāϏāĻŽā§ āĻāĻāĻžāύ⧠āϤāĻžāĻĻā§āϰ āĻāĻāĻāĻž āϰā§āĻāĻŋāύ āĻ āύāĻŋā§āĻŽ āĻŽā§āύ⧠āĻā§āϰā§āĻĄāĻā§āϞ⧠āĻāϰ⧠āĻĨāĻžāĻā§āύāĨ¤ āĻāĻŦāĻ āĻāĻāĻž āϤāĻžāĻĻā§āϰ āĻĻā§āϰā§āĻāĻĻāĻŋāύā§āϰ āĻ āϧā§āϝāĻŦāϏāĻžā§ā§āϰ āĻāĻā§āύāĻāĻŋ āϧā§āϰā§āϝā§āϝā§āϰ āĻāĻāĻāĻž āĻ āĻāĻŋāĻā§āĻāϤāĻžāĻ āĻŦāϞāϤ⧠āĻĒāĻžāϰā§āύāĨ¤ āϏā§āϤāϰāĻžāĻ āĻāĻŽāĻžāĻĻā§āϰāĻā§āĻ āϤāĻžāĻĻā§āϰ āĻĒāĻĨ āĻ āύā§āϏāϰāĻŖ āĻāϰāϤ⧠āĻšāĻŦā§āĨ¤