- 
	
	
	
		স্ক্রিল (Skril) কি? 
		স্ক্রিল (Skril) হল লন্ডন ভিুত্তক একটি অনলাইন ওয়ালেট সিম। এর নাম আরেগ ছিল মিনবাকু (Moneybookers)। ২0১১ সালকে তারা তাদের নাম পরিবর্তন করে রাখে স্ক্রিল (Skril)। স্ক্রিল (Skril)  হল এমন একটি পেমেন্ট সিষ্টেম যার মাধ্যমে আপনি সেকেন্ডেই আপনার ফান্ড পাঠাতে ও গ্রহণ করতে পারেন।বর্তমানে ডিজিটাল ওয়ালেটের স্ক্রিল (Skril) অত্যন্ত গ্রহণযোগ্য। কর্তমানে স্ক্রিল (Skril) এর গ্রহক সংখ্যা ৩ কোটি ৬০ লাখের উপরে যেহেতু বাংলাদেশে সরাসরি পেপেল নেই তাই এর বিকল্প হিসেবে স্ক্রিল (Skril)  অক্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালস করে। 
 
- 
	
	
	
	
		ঠিক বলেছেন। আমিও স্ক্রিল ব্যবহার করি। খুব সহজ এর কাজ। আর পেমেন্ট দিতে এবং নিতে টাইম লাগে না। খুবই ভালো। 
 
- 
	
	
	
	
		আমিও ব্যবহার করি। ইদানিং একটা একাউন্ট ভেরিফিকেশন এর জন্য আটকে আছে তাই ব্যবহার করা হচ্ছে না। খুবই শীঘ্রই ফিরব এই প্লাটফর্মে। তবে যে যাই ব্যবহার করেন না কেন ২এফএ ব্যবহার করবেন নিরাপদ থাকার জন্য। আপনি আপনার টাকা নিরাপদ রাখুন - নিরাপদ থাকুন। 
 
- 
	
	
	
	
		স্ক্রিল হল একপ্রকার পেমেন্ট সার্ভিস।এটা বাংলাদেশ সাপোট কারে এবং এদের পেমেন্ট প্রসেস ও ভাল। এদের মাষ্টার কার্ড  সুবিধাও আছে। এই কার্ড ব্যবহার করে ওয়েবে কেনা-কটা ও পেমেন্ট করা যায়।আরো বিস্তারিত জানতে ও এদের সেবা গ্রহণ করতে নিচের এই লিংকে যেতে পারেন। https://goo.gl/adEpVB