নতুন ট্রেড দেওয়ার পূর্বে যে দশটি প্রশ্ন অ÷
নতুন ট্রেড দেওয়ার পূর্বে যে দশটি প্রশ্ন অবশ্যই বিবেচনা করতে হবে
কোন ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের কিছু বিষয় বিবেচনা করা উচিৎ। এই বিষয় গুলু হবে আপনার ট্রেডে এন্ট্রি নেওয়ার নির্ণায়ক এবং ট্রেডটির ভুল শুধরানুর উপায়। প্রত্যেকটা ট্রেডে এই বিষয় গুলো মেনেচলা বড়ই বিরক্তিকর একটা বিষয় কিন্তু যদি আমরা নিয়মিতভাবে এই প্রশ্ন গুলো বিবেচনা করে ট্রেড করি তবে আমাদের ট্রেডের ঝুকি কমানো সম্ভব হবে ইনশাল্লাহ।
ট্রেডিং এন্ট্রি নেওয়ার জন্য যে দশটি প্রশ্ন আমাদের বিবেচনা করতে হবে তা হল__________
১। ট্রেড নেওয়ার জন্য আমি কি চার্টে সাপোর্ট, রেসিস্তেন্স, ট্রেনড একেছি?
২। আমি কি চার্টে কোন স্পষ্ট সিগন্যাল দেখতে পাচ্ছি?
৩। যদি আমি চার্টে কোন সিগন্যাল দেখে থাকি তবে কি সেই সিগন্যাল কে সাপোর্ট করার মত আরও কোন সিগন্যাল আছে?
৪। আমার মন কি এই ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য শতভাগ সম্মতি দিচ্ছে না দিধা-দন্ধে আছি?
৫। আমি কি মানসিক এবং আর্থিকভাবে এই ট্রেডের জন্য ঝুকি নিতে প্রস্তুত?
৬। আমি কি এই ট্রেডের জন্য রিস্ক রেওয়ারড এর পরিমাণ বের করেছি।
৭। এই ট্রেডের জন্য আমি কি পজিশন সাইজ যথাযথ ভাবে ঠিক করেছি?
৮। রিস্ক রেওয়ারড এর অনুপাত কি বাস্তব সম্মত?
৯। ট্রেড থেকে কখন কিভাবে এক্সিট হব এই সম্পর্কে আমার পরিকল্পনা কি?
১০। এই ট্রেডটা কি আমার ট্রেডিং প্লানটাকে সাপোর্ট করতেছে?
ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে এই বিষয়গুলো আমাদের গুরুত্তের সাথে বিবেচনা করা উচিৎ।