-
সিংহ যখন ট্রেডার
বিষয় টা সম্পর্কে আমি ধারনা পেয়েছি প্রাইস একশন ট্রেডিং এর একজন বিখ্যাত ট্রেডার নিয়াল ফুলার এর কাছ থেকে। খুবই মজার একটা বিষয়। আরটিকালটিতে তিনি সিংহ কে উদাহরন দিয়ে দেখিয়েছেন কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়। আমি বিষয়টি বাংলাতে বুঝানুর চেষ্টা করছি।
ফরেক্স মার্কেটে আপনার অ্যাকাউন্ট বাচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মূলধন কে টিকিয়ে রাখা। যদি আমরা অস্ট্রেলিয়ার লোনা পানির কুমির বা আফ্রিকার সিংহর দিকে লক্ষ্য করি তবে দেখতে পাই যে এই শিকারি প্রাণী গুলো দীর্ঘ দিন যাবত পৃথিবীতে টিকে আছে। এই দুটি শিকারি প্রানির আচরণই সফল ট্রেডারদের মত। আমরা এই দুই প্রানির আচরন দেখে তাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারি।
তারা নিজেদের শক্তিকে (মূলধন) জমিয়ে রাখে বা সংরক্ষণ করে সহজ এবং দুর্বল শিকারের জন্য। তারা একটি আদর্শ শিকারের জন্য দিনের পর দিন অপেক্ষা করে। তারা কোন সিকার দেখলেই তাদের উপর ঝাপিয়ে পরেনা কারন তারা জানে এর ফলে তাদের না খেয়ে থাকতে হতে পারে। সময়ের সাথে সাথে তারা বোঝতে পারছে যে অপেক্ষা এবং ধৈর্যই হল একটা ভালো খাবারের সহজ পথ। তারা তাদের মুল্ধন(শক্তি) সংরক্ষণ করে রাখে যাতে করে কোন আদর্শ সিকার পেলেই খুব সহজে তারা সেটি হত্তা করতে পারে।
একজন ট্রেডার হিসেবে, আপনি যদি ছোট টাইম ফ্রেমে ছোট ছোট সিগন্যাল দেখে প্রত্যেকটা ট্রেডে এন্ট্রি নিন তাহলে একসময় দেখবেন যে আপনার মূলধন শেষের পথে ফলে যখন আপনার সামনে একটা ভালো এবং সহজ শিকার (ট্রেড) আসবে তখন আপনার আফসোস আর কান্না ছাড়া কিছু করার থাকবেনা কারন ছোট ছোট ট্রেডে লস খেয়ে আপনার মূলধন আগেই শেষ।
আশা করি আমরা ধৈর্য ধরে মূলধন বাঁচিয়ে রেখে ট্রেড করতে পারব। ধন্যবাদ সকলকে।
-
হ্যা ফরেক্স টেডিং এর জন্য এই কথাটি বা উদাহরণ একদম সত্য। ফরেক্স ট্রেড করে টাকা আয় করা কোন ব্যপার না বা ট্রেড করে টাকা সবাই আয় করতে পারেন কিন্তু কষ্ট হলো টাকাটা বাচানো। একমাত্র সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যেমেই টাকাকে বাচানো যাবে। তাই অভিজ্ঞতার প্রয়োজন ফরেক্স ট্রেড করতে হলে। আমাদের প্রধান ফরেক্স ট্রেড করতে হলে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ধৈর্য্য ধারন করে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।
-
এখানে একজন নতুন টেডারের পক্ষে খুব সামান্য সময়ে সেই মানের দক্ষতা অর্জন করা কখনই সম্ভব নয়। তাই ফরেক্সে সিংহ হতে হলে তাকে আগে কয়েকটা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে, অনেক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সাহসী মনমানসিকতা নিয়ে এখানে পার্টিসিপেট করতে হবে। একমাত্র তাহলেই সস্বব হবে নিজের মূলধন টিকিয়ে রেখে ট্রেড করতে করতে সফলতার কাছে যাওয়া।
-
নতুন ট্রেডআর দের ট্রেড করা উচিৎ ছুট ছুট লট নিয়ে ট্রেড করা।তাহলেই তারা তাদের মুল্ধন টিকিয়ে রাখতে পারবে।
-
হ্যা আপনার কথাটি একদম সত্য কারণ আমি মনে করি এই মার্কেটে ট্রেড করে প্রফিট অর্জন করা এতটা সহজ ব্যাপার নয়। কেননা এখান থেকে প্রফিট অর্জন করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। আর সে কারণেই আপনি এই মার্কেট মিনিমাম কয়েক বছর লেগে থাকতে হবে। কারণ কয়েক বছরের মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্ক অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন। আর এভাবে বেশি দিন লেগে থাকলে আপনি অবশ্যই মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন এবং সে অনুযায়ী মার্কেটে টিকেও থাকতে পারবেন যেমনি তেমনি এক সময় ভাল সফলতা ভোগ করতে পারবেন।
-
প্রকৃতিতে সিংহ এবং কুমিরদের মতো অনেক প্রাণী রয়েছে যেসব প্রাণী তাদের পর্যাপ্ত শক্তি এবং বুদ্ধিমত্তাকে সংরক্ষন রেখে একটি উপযুক্ত শিকারের আশায় অধীর অপেক্ষায় থাকে৷প্রকৃতির এই সকল প্রাণীদের দেখে আমাদেরকে গভীর ভাবে মনোযোগ দিয়ে লক্ষ করা উচিত তারা কিভাবে তাদের শিকার উপযুক্ত সময়ে আহরণ করে থাকে৷ফরেক্স মার্কেটেও ট্রেডারদেরকে ঠিক একইভাবে শিকারের আশায় অপেক্ষায় থাকতে হয়৷যেহেতু আমরা কেউই মায়ের পেট থেকে কিছুই শিখে আসি না এবং প্রকৃতির কাছ থেকেই সবকিছু শিখতে হয়,জানতে হয়,বুঝতে হয়...তাই আমরা যততত্র ইচ্ছামত ট্রেড করলেই প্রফিট করতে পারবো না বরং লস গুনতে গুনতে একাউন্টের ব্যালেন্স শুন্য করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হয়৷এজন্য যত্রতত্র ইচ্ছামত ট্রেড না করে বরং উপযুক্ত সময়ে উপযুক্ত প্রফিটের আশায় আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এবং বিচক্ষণতার সাথে মার্কেটে এনালাইসিস করতে হবে৷
-
একজন সফল ট্রেডার উনি যিনি ১০ তা ট্রেড এ ৮ টি লাভ করে. একজন সফল ট্রেডার কখনো না বুঝে ট্রেড ওপেন করে না. কারণ জানে এই ট্রেড এ তার লস হতে পারে. একটি ট্রেড ওপেন করতে হলে সিংহের মতো শক্তি মানে অনেক ব্যালেন্স আপনার একাউন্ট এ থাকতে হবে. আর সকল নিয়ম ও সকল এনালিসিস মেনে একটি ট্রেড ওপেন করতে হয়তো অনেক সময় লাগতে পারে হয়তো ১ দিন ও সময় লাগতে পারে. কিন্তু যখন একটি সফল ট্রেড ওপেন করে অনেক লাভ হয় তখন যে কি আনন্দ হয় বোঝানো যাই না. তাই আমি বলবো আসুন সিংহের মতো শক্তি নিয়ে একটু অপেক্ষা করে একটি লাভবান ট্রেড ওপেন করি এবং লাভবান হয়. ধন্যবাদ.
-
আপনি ঠিক কথা বলছেন আপনি যদি ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন ফরেক্স মার্কেট এ আপনার এক সময় আপনি নিয়মিত লাভ করতে পারবেন তাই অ্যাকাউন্ট বেঁচে থাকলে আপনার দেখবেন আগের লস সব উঠে গেছে আপনি একজন ভাল ট্রেডার হইছেন তাই আপনাকে ফরেক্স মার্কেট এ নিয়মিত ট্রেড করতে হবে আর অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে হবে
-
আমি একটা ইংরেজি ব্লগে একটা আর্টিকেল পড়েছিলাম যেখানে কুমিরের উপর লিখেছিল। কুমির নাকি দিনের পর দিন একটা উপযুক্ত শিকারের আশায় বসে থাকে। আমাদের হতে হবে তেমনই একজন শিকারী কারণ ছোট খাট শিকার যে কেউ ই করতে পারে। কিন্তু সত্যিকারের শিকার সবাই করতে পারে না।
-
সিংহ যখন ট্রেডার ।
ফরেক্সে টাকা আয় করা খুব সহজ তা কিন্তু নয় ।এখানে এসই কেউ সিংহ হতে পারে না ।ফরেক্সে সিংহ হতে হলে আপনাকে অনেক দিন ফরেক্সে ট্রেড করতে হবে ।ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে । বেশি করে ডেমোতে প্রক্টিস করতে হবে ।তাহলে আপনি ফরেক্সে সিংহ ট্রেডার হতে পারেন ।