একটা লং ট্রেডের জন্য কত ডলার ব্যালান্স থাকা জরুরী বলে আপনি মনে করেন? ধরুন- ইউরো/ডলার পেয়ারে ০.৫০ ইন্সটা লটে একটা ট্রেড নিলাম টিপি স্টপ ওপেন। কত ডলার দরকার হতে পারে এবং কত পয়েন্ট এ এস্কিট করা লজিক্যাল?
Printable View
একটা লং ট্রেডের জন্য কত ডলার ব্যালান্স থাকা জরুরী বলে আপনি মনে করেন? ধরুন- ইউরো/ডলার পেয়ারে ০.৫০ ইন্সটা লটে একটা ট্রেড নিলাম টিপি স্টপ ওপেন। কত ডলার দরকার হতে পারে এবং কত পয়েন্ট এ এস্কিট করা লজিক্যাল?
লং ট্রেড করতে গেলে একটা ভালো এমাউন্ট নিয়েই ট্রেড করা দরকার। আপনি যেহেতু ০.৫০ লটের ট্রেড করবেন সেহেতু অনেক হাই লটেই ট্রেড করা হচ্ছে। এমনক্ষেত্রে ক্যাপিটাল নিম্নপক্ষে ১০০০ ডলার থাকা উচিত বলে আমি মনে করি। কারন এতো বড় লট এর নিচে এমাউন্ট নিয়ে ট্রেড করা সেফ বলে আমার মনে হয় না। আর এমাউন্ট যদি আরো বেশি নেওয়া যায় তবে আরো রিস্ক কম হবে এবং এক্ষেত্রে আপনার প্রফিট টার্গেট হওয়া উচিত ৩০০ থেকে ৪০০ পিপস।
এত বড় লটে টেড করতে গেলে আপনার ১০০০ ডলার ডিপোজিট থাকতে হবে। আর আপনার টাগেট হবে ৩০০/৪০০ পিপস,যেহুতো আপনি টিপি এস এল ওপেন রাখতে চাচ্ছেন।লং টেডে এত বড় লটে টেড দিতে গেলে আপনি ১০০০ ডলারেও কুলাইতে পারবেন না