-
ট্রেডিং সাইকোলজি!
ট্রেডিং সাইকোলজি বা মাইন্ডসেট হল সেই জিনিস যা একজন ট্রেডারের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সঠিক ভাবে ট্রেড করার জন্য। মানসিক চাপ বা উদ্বেগ অনেক সময় অনাকাঙ্খিত ভূল করতে বাধ্য করে থাকে একজন ট্রেডারকে। এজন্য একটা ট্রেড নেবার আগে একজন ট্রেডারকে মাইন্ডসেট করে নেওয়া উচিত সে কি করছে বা করতে যাচ্ছে। ট্রেডিং কোন গেইম নয় - আবার গেইমের বাইরেও নয়। তাই প্লান সব কিছুই।
-
একমাত্র মাইন্ডসেট করেই আমরা আমাদের অবাঞ্চিত সব আবেগ জনিত বিষয় নিয়ন্ত্রনে রাখতে পারি তাই আমাদের প্রথমে প্রয়োজন আমাদের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রনে রাখা। ফরেক্স এমন একটি বিষয় যেখানে পদে পদে মানুষ ভুল করবেই তাই আমরা সবসময় দেখি একজন ভালো ট্রেডার কখনই কোন ভুল সিদ্ধান্ত নেয় না যেকোন পরিস্থিতিতে যেমন মার্কেট অনেক উপরে তখন মনে হয় সেল করি আবার মার্কেট অনেক নিচে তখন বাই করি ভালো ট্রেডার এই সময় কখনই ভুল ট্রেড করেনা আমার মনে হয়।
-
আমার মতে আমরা যদি নিজের আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কখনও আমাদেরকে ফরেক্স মার্কেটে পদে পদে ভুল করতে হবে না। আর আমার জানা মতে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার নিজের মাইনকে কন্ট্রোল করে থাকে এবং তার উপর ভিত্তি করে সে কখনই কোন ভুল সিদ্ধান্ত নেই না বরং সে যেকোন পরিস্থিতিতে তার মাইনকে কন্ট্রোল রেখে সঠিকভাবে ট্রেডে এন্ট্রি নেয়। আর এভাবে নিজেদের মাইনকে কন্ট্রোল করে এই মার্কেটে এগোনো উচিত বলে আমার বিশ্বাস।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের পর্যাপ্ত সময় নিয়ে মাথা ঠাণ্ডা করে খুব আস্তে ধীরে ধৈর্য্য সহকারে এনালাইসিস করতে হয়৷আর এই এনালাইসিসের একটা প্রধান ও মূল বিষয় হচ্ছে আমাদের নিজেদের psychological analysis অর্থাৎ আমরা আমাদের mindset করার জন্য সর্বাধিক গুরুত্ব দিবো৷যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাইন্ড মার্কেটের সাথে সেট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেড করা উচিত নয়৷এজন্য ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাইকোলজি৷বিশ্বের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে ব্যবসা করে থাকেন তাই ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সাইকোলজি বা দৃষ্টিভঙ্গি হয়৷কোনোও প্রকার দুশ্চিন্তার কারনে মানসিকভাবে যদি আমরা কেউ দুর্বল থাকি তাহলে তখন আমাদের ট্রেড করা উচিৎ নয়৷ তাই প্রথমেই মানসিকভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে৷আর ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসায়িক পরিকল্পনা থাকা অপরিহার্য৷
-
আবেগ উতকণ্ঠা আমাদের জীবনের বড় বাধা যেকোন কাজেই। তাইতো অধিকাংশ কাজে আমাদের অসফলতা থাকে। আমাদের ট্রেডিং এর মনমানষিকতা যতদিন শক্ত না হবে তত দিন এখানে প্রফিট তুলতে পারবেন না। সঠিক জ্ঞানের সাথে সাথে সেটা প্রয়োগ করার মত যথেষ্ট সাহসের প্রয়োজন আছে। কারণ আমরা যাই শিখি না কেণ বেশী ভাগই প্রয়োগ করা হয় না। যা কিনা ট্রেডিং এর জন্য বিপরীত। এখানে যা শিখবেন সেগুলোই প্রয়োগ করতে হবে তাহলে বুঝা যাবে সেটা কতটুকু কার্যকর।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ট্রেডার সাইকোলজি অনেক গুরুত্ব পূর্ণ একটা ব্যাপার কারন অনেক ট্রেডার আছে যারা সুদু সাইকোলজির কারন এ ফরেক্স মার্কেট এ লাভ করতে পারে না তাই একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থাকতে হবে আর লেগে থাকলে লাভ হবেই হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেট টিকে থাকতে হবে
-
সাইকো বলতে আমরা মানসিকতাকে বোঝাই আসলে সাইকোলজি বিষয়টা একটা মানুষের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত ফরেক্স মার্কেটে নিজের মাথা খাটিয়ে মেধা জ্ঞান বুদ্ধি বিবেচনা কে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় এক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা কি কাজে লাগিয়ে ট্রেডিং করতে পারলে সে ট্রেডিং এর সফলতা অর্জন করা সম্ভব যদি আমরা নিজেদেরকে সাইকোলজি ভাবে পরিপূর্ণ রাখতে পারি তাহলে খুব দ্রুত ফরেক্স মার্কেটে আমরা একটি ভালো প্লাটফর্ম তৈরি করতে পারব কিন্তু যদি আমাদের পক্ষে নিজের মানসিকতাকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং সাইকোলোজি একটি গুরুত্বপূর্ণ বিষয় ।অনেকে বলে ফরেক্স মার্কেটে ট্রেডিং সাইকোলোজি বলতে কিছু নেই।আমি তাদের বলবো আপনি ভুলের মধ্যেই আছেন।কারন একটি ট্রেড পরিচালোনা করার জন্য ট্রেডিং সাইকোলোজি অপরিহার্য অংশ।আপনি একটি ট্রেড ওপেন করবেন কিনা বা ট্রেড টি ওপেন করে কখন ক্লজ করবো।এইসব বিষয়ে মূল সিদ্ধান্ত নেওয়া হল ট্রেডিং সাইকোলোজি ।
-
হ্যাঁ, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেডিং সাইকোলজি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনাকে সফলতার পথে অনেক দূর এগিয়ে রাখতে পারে। নতুন ফরেক্স ট্রেডাররা যেসব বড় ভুল করে থাকে তার মধ্যে একটি হল একটি ট্রেডিং প্ল্যাটফর্মে সাইন ইন করা এবং তার প্রবৃত্তি ছাড়া আর কিছুই নয়, অথবা অন্যের কাছে নিউজ এর ব্যাপারে যেটা তারা শুনেছিল তার উপর ভিত্তি করে ট্রেড করা। যদিও এটি কয়েকটি ভাগ্যবান ব্যবসার দিকে নিয়ে যেতে পারে, এগুলিই কেবল - ভাগ্য।
আপনার ফরেক্স ঝুঁকি সঠিকভাবে পরিচালনা করার জন্য, আপনার একটি ট্রেডিং প্ল্যান দরকার যা কমপক্ষে নিম্নোক্ত রূপরেখাগুলি তুলে ধরে:
যখন আপনি একটি ট্রেড ওপেন করবেন ও
যখন আপনি একটি ট্রেড ক্লোজ করবেন
আপনার ন্যূনতম ব্যালেন্স অনুপাতে রিস্ক রিওয়ার্ড এবং
আপনার অ্যাকাউন্টের শতাংশ আপনি প্রতি ট্রেডে কতোটা ঝুঁকি নিতে ইচ্ছুক।
একবার আপনি আপনার ফরেক্স ট্রেডিং পরিকল্পনা প্রণয়ন করে নিলে, সব পরিস্থিতিতে এটির সাথে থাকুন। একটি ট্রেডিং প্ল্যান আপনাকে ট্রেড করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং আপনাকে অতিরিক্ত ট্রেডিং থেকেও বিরত রাখবে। একটি পরিকল্পনার সাথে, আপনার প্রবেশ এবং প্রস্থান কৌশলগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং আপনি কখন ভয় পাবেন বা লোভী না হয়ে আপনার লাভগুলি গ্রহণ করবেন বা আপনার ক্ষতিগুলি হ্রাস করবেন তা আপনি জানতে পারবেন। এই পদ্ধতিটি আপনার ট্রেডিংয়ে শৃঙ্খলা আনবে, যা ভাল ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।
এটি যুক্তিযুক্ত যে কোনও ট্রেডিং সিস্টেমের সাফল্য বা ব্যর্থতা দীর্ঘমেয়াদে তার কর্মক্ষমতা দ্বারা নির্ধারিত হবে। সুতরাং আপনার বর্তমান ট্রেডের সাফল্য বা ব্যর্থতার জন্য খুব বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। আপনার বর্তমান ব্যবসাকে কার্যকর করার জন্য আপনার সিস্টেমের নিয়ম ভাঙ্গবেন না, এমনকি বাঁকবেন না।