ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার দেখতে পাওয়া যাই, যারা একটা ট্রেডিং সিস্টেম এ ২ থেকে ১ ট্রেড লস করলেই তার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করে । যারা এই কাজ করে তারা জানে না সে যত এই কাজ করবে সে সফলতা থেকে তত দূরে যেতে থাকবে। তাই সব থেকে ভাল হয় ভাল একটা ট্রেডিং সিস্টেম দেখে সেই ট্রেডিং সিস্টেম এ নিয়মিত ট্রেড করতে হবে আর লাভ ধরে রাখাতে হবে । ট্রেডিং সিস্টেম এর রিস্ক রেওয়াড যেন মিনিমাম ১ঃ৩ এর বেশি হয় ।