আবারও ফিরলাম - তবে নতুন ভাবে নয়। আগের মত করেই। সেই একই কাহিনী। দশ দিন যা প্রফিট করি এক দিনেই তা নাই হয়ে যায়। এভাবে চলল একাউন্ট জিরো হওয়া পর্যন্ত। এবার মন স্থির করে ফেললাম যে - আর মার্কেট এ ফিরব না। পুরোপুরি অবসর গ্রহন করব মার্কেট থেকে। আর না ফরেক্স- আর দরকার নাই ইনকাম। (চলমান)