-
অন্যের ফান্ড নিয়ে ট্রেড!
মার্কেট এ ফিরছি অন্যের ফান্ড দিয়ে ট্রেড করার জন্য। না কোন পাম একাউন্টও নয়, একাউন্ট ম্যানেজার হিসেবেও নয়। একেবারে পরিষ্কার পার্টনারশিপ হিসেবে। ২০০ ডলারের মত ফান্ডও রেডি। আগামী মাস থেকে লঞ্চ করব। আপডেটের জন্য সাথে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন গোল এচিভ করতে পারি , সবাইকে ধন্যবাদ।
-
হ্যা ভাই আপনি পার্টনারশীপে এভাবে করতে পারেন। তবে আপনার যখন মোটামুটি একটা ভাল প্রফিট হবে তখন কিন্তু আপনাকে সেফারেট হতে হবে, না হলে কোন একটা সময় দেখা যাবে যে আপনাদের উভয়ের মধ্যেই ভবিষ্যতে গিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, ঝগড়া লাগতে পারে। কারন এই মার্কেটের পরবর্তি মুভমেন্ট কি হতে পারে সেটা আমরা কেহই বলতে পারি না, আমরা এখানে ব্যবসা করছি একটা সম্ভাবনাময় আইডিয়ার উপর ভিত্তি করে। এখন সেটা সঠিক হতেও পারে আবার নাও হতে পারে। তবে এখানে প্রতি মুহূর্তে অনেক ভাল ইনকাম করা সম্ভব, এট সত্য।
-
অন্যের fund নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা সত্যিই খুব দুরূহ ব্যাপার৷অনেক অভিজ্ঞতা ও দক্ষতার পরে এটা সম্ভব হতে পারে৷যদি আমরা নিজেদেরকে সত্যিই মনে করি-"আমরা নিজেদেরকে ফরেক্স মার্কেটে নিয়মিত পেশাদার ট্রেডাররূপে প্রতিষ্ঠিত করতে পেরেছি" তাহলে অন্যের Fund দিয়ে ট্রেড করার ঝুঁকি নেওয়ার কোন যুক্তি (আমি ব্যক্তিগতভাবে) খুঁজে পাইনা৷অর্থাৎ ফরেক্স মার্কেট থেকে যদি আমি নিজেই নিয়মিত প্রফিট করতে পারি তাহলে কেন আমি অন্যের fund নিজের কাঁধে নিয়ে অন্যকে প্রফিট করার সুযোগ দিব ? আমি নিজেইতো প্রফিটের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি..!! অন্যের লাভের জন্য আমি কেন কাজ করব ?? তাই এই বিষয়টা আমার কাছে বোধগম্য হয় না৷আর যদি সত্যিই আমি আমার নিজের ব্যক্তিগত প্রফিটেবল ট্রেডিং স্ট্রাটেজি অন্যদের সামনে উন্মুক্ত করে দেই অর্থাৎ আমার প্রফিটের সাথে সাথে যদি অন্যদেরও প্রফিট করার জন্য সহজ রাস্তা দেখিয়ে দেই তাহলে তা হবে অবিশ্বাস্য প্রশংসনীয়৷
-
ভাই সবই ঠিক আছে কিন্তু আসলে প্রুফ কি যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার? নিয়মিত প্রফিট করতে না পারলে যারা ফান্ড দিয়েছে তাদের কি দিবেন মাস শেষে? মাত্র ২০০ ডলার তাও অন্যের, এটা আবার ঘটা করে প্রচার করছেন? আপনার পারেনও ভাই! নিজের ফান্ড দিয়ে ট্রেড করেন লাভ লসই সবই আপনার থাকল। আমার কাছে এটাই বেশি যৌক্তিক মনে হয়। ভাল লাগলে মানতে পারেন না লাগলে ইগনোর করতে পারেন।
-
যদি আপনি ভালো ট্রেডার হন তবে, খুব ভালো একটা উপায় বের করেছেন। নিয়মিত লাভ করলে এটা করা যেতে পারে সেক্ষেত্র আপনার পকেট থেকে তো আর টাকা খরচ করতে হ্চ্ছে না। তাই দুইদিকেই লাভ। তবে আপনি নিজে ভালো ট্রেড করতে না পারেন তবে আপনি এই পদ্ধতিতে কোন লাভ হবে বলে আমার মনে হয় না। আর নিজের ফান্ড থাকলে এমনটা না করলেও অল্প লাভ করে আপনি আপনার ফান্ড আরো বড় করতে পারবেন। পর্যাপ্ত ফান্ড থাকলে নিজের ট্রেড নিজেই করুন।
-
পৃথিবীতে সবথেকে কঠিন বিষয় হলো মানুষের বিশ্বাস নিয়ে ঠিক আছে করে টিকে থাকার জন্য নিজের মনের মতন একজন মানুষ পাওয়া খুব কঠিন বিষয় সেখানে ফরেক্স মার্কেট একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায় যেখানে ইনভেস্ট করলে আসার থেকে যাওয়ার সম্ভাবনা টা একটু বেশি থাকে আসলে অধিকাংশ মানুষ নেওয়ার থেকে লাভ নিতে বেশি পছন্দ করে বিধায় তাদের সাথে কাজ করাটা খুব কঠিন ব্যাপার তাই আমি মনে করি এ সকল কাজের ক্ষেত্রে কোনো রকম পার্টনারশিপ ব্যতীত নিজের মূলধন দিয়ে করাটাই শ্রেষ্ঠ