-
চেক লিস্ট এর ব্যবহার
আপনি যদি আপনার ট্রেড শুরু করার আগে চেক লিস্ট পরে ট্রেড শুরু করেন তাহলে দেখবেন আপনার লস ট্রেড এর পরিমান আগের থেকে অনেক কমে গেছে আর ফরেক্স মার্কেট এ আপনার লাভ এর ট্রেড এর পরিমান বারছে তাই ফরেক্স মার্কেট এ চেক লিস্ট মেনে ট্রেড করতে হবে । যারা জানেন না চেক লিস্ট কি ? চেক লিস্ট হল ট্রেডিং সিস্টেম এ যে নিয়ম গুল মিললে ট্রেড ওপেন করা হয় তাই হল চেক লিস্ট ।
-
হ্যা ভাই আপনি আপনার ট্রেডিং এর বিগত বেকটেস্ট গুলো থেকে আপনার ভুলগুলো সংশোধন করে নিতে পারেন। কারন আপনি মনে করেন ৬ মাস ধরে একটি স্ট্রাটিজি নিয়ে এখানে ট্রেড করছেন, তো সেগুলোর চেক লিস্ট থেকে আপনার প্রফিট ট্রেডের সংখ্যা এবং লস ট্রেডের সংখ্যার একটা গড় হিসাব করলেই কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এভাবে করলে দেখবেন যে আপনার লস ট্রেডের পরিমাণও আগের তুলনায় অনেকাংশে কমে আসবে এটা নিশ্চিত।
-
দরকারি পোস্ট। আমি কিছু প্যারামিটার ইউজ করি। যেগুলো আমার টেবিলের সামনে লাগানো আছে। আমি এই জিনিসগুলো ফলো করার অনেক চেষ্টা করি কিন্তু হয়ে উঠে না। লস করার পরে মনে পড়ে আমার তো এটা করা উচিত ছিল বা ছিল না । আত্মনিয়ন্ত্রন নিয়ে খুবই বিপদের মধ্যে আছি।
-
চেকলিষ্ট বলতে ট্রেডিং রুলসকে বুঝানো হয়ে থাকে৷যেমন ট্রেডারগণ যখন মার্কেটে ট্রেড করতে বসেন তখন তারা কিছু ট্রেডিং রুলস ফলো করেই ট্রেডে এন্ট্রি করে থাকেন৷এই রুলস গুলো সঠিকভাবে মেনে ট্রেড করলে প্রফিট আসতে বাধ্য আর রুলসগুলো না মেনে যারা ট্রেড করেন তারা অবশ্যই লস করে থাকেন৷যেমন নির্দিষ্ট সেশন অনুযায়ী নির্দীষ্ট পেয়ারে সঠিক ভাবে analysis করছি কিনা,technical analysis এ trend এবং support/ resistance লেবেলগুলি দেখেছি কিনা,আজকে সারাদিন কমবেশি ছোট-বড় কি কি ধরনের নিউজ ইম্প্যাক্ট রয়েছে,মার্কেট সেন্টিমেন্ট বুলিশ মুডে আছে না বিয়ারিশ মুডে আছে, money management ঠিক আছে কিনা, স্টপলস এবং টেকপ্রফিট সঠিকভাবে সেট করছি কিনা... ইত্যাদি বিষয়গুলো সঠিকভাবে দেখে বুঝে ট্রেড করা অপরিহার্য৷
-
বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং বিবেচ্য বিষয় এসকল বিষয় সম্পর্কে আমি পূর্বে জানতাম না আজ অভিজ্ঞজনের আলোচনার ভিত্তিতে বিষয়টি জানার পর আমি একইভাবে বিষয়গুলিকে পর্যালোচনা করার চেষ্টা করব এতে করে নিজের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতাকে বৃদ্ধি করার পাশাপাশি ফরেক্স মার্কেটে নিজের একটি ভালো অবস্থান তৈরি করতে পারব বলে আশা করি
-
ফরেক্স মার্কেটে এই সকল বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ এবং বিবেচ্য বিষয় এসকল বিষয় সম্পর্কে আমি পূর্বে জানতাম না আজ অভিজ্ঞজনের আলোচনার ভিত্তিতে বিষয়টি জানার পর আমি একইভাবে বিষয়গুলিকে পর্যালোচনা করার চেষ্টা করব এতে করে নিজের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতাকে বৃদ্ধি করার পাশাপাশি ফরেক্স মার্কেটে নিজের একটি ভালো অবস্থান তৈরি করতে পারব বলে আশা করি