-
৯৯.৯% ট্রেডার লুজার!
বাংলাদেশের পেক্ষাপটে মনে হয় শতকরা শতভাগই লুজার! একটু খটকা লাগল? আমার কাছে একটু ও খটকা লাগে নি। আমার কাছে মনে হয় শতভাগ সঠিক বিষয় হল আমরা সবাই লুজার।
প্রফিটেবল ট্রেডার বাংলাদেশে নেই। যারা আছে হয় তারা প্যাসিভ ইনকাম করে অথবা হোয়াইট লেভেল। আমার কাছে মনে হয় আমাদের খালি লাভ নিয়েই চিন্তা, ট্রেড নিয়ে কোন চিন্তাই নেই।
-
ভাই ফরেক্স মার্কেটে ঢুকেই আমরা যদি সব সময় লাভের চিন্তা করি তাহলে কেমন করে হবে বলেন। আর এই জায়গাতেই একজন নতুন ট্রেডার তার আসল ভুলটা করে বসেন। তারা মার্কেটের বেসিক ধারনাটুকুও স্বাভাবিক ভাবে গ্রহণ করতে চান না, অযথা বিভিন্ন সিস্টেমের পেছনে ছোটাছুটি করে থাকেন, বিভিন্ন স্ট্রাটিজি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, ফরেক্সের মূল শিক্ষাটা তাদের আর পুরোপুরি ভাবে অর্জন করা হয় না, বিধায় তারা লুজারে পরিণত হন।
-
সময়ও ইনভেস্ট করা হয়! সত্যি এভাবে কখন ও চিন্তা করি নি। মনে হচ্ছে নতুন করে ভাবতে হবে। এই মার্কেট এ খালি সময় দিলেই যদি প্রফিট পাওয়া যায় তবে তার থেকে মজার জিনিস আর কি হতে পারে। মনে হয় সময় খালি দিলেই হবে না - কোয়ালিটি টাইম দিতে হবে।
-
আমরা জন্মগতভাবে দরিদ্র দেশে দরিদ্র সমাজে এবং দরিদ্র পরিবারে বেড়ে উঠি,আমাদের ক্ষুধা বেশি থাকে৷তাই অতি স্বাভাবিক ভাবেই আমরা শুধু লাভের কথাই চিন্তা ফিকির করি অথচ কষ্ট করে কাজ শিখতে চাই না৷যে কোনোও কাজে বা ব্যাবসায় সফল হতে হলে প্রথমে কাজের নিয়ম শৃঙ্খলা শিখতে হয়,ধীরে ধীরে ঐ কাজের উপর দক্ষতা অর্জন করতে হয়৷এতে আমাদের পর্যাপ্ত সময়-মেধা-শ্রম-একাগ্রতা-ধৈর্য্য...ইত্যাদি সবকিছুই উজাড় করে প্রয়োগ করতে হয়৷ফরেক্স মার্কেটে আমরা বাংলাদেশীরা সেগুলো কতটুকু করতে পারছি ? এজন্যই আমরা বাংলাদেশের অধিকাংশই লুজার ট্রেডার !!!
-
ফরেক্স মার্কেট এ নতুন যারা ট্রেড শুরু করে তাদের ৯৫% মানুষ লস করে কারন তারা ফরেক্স মার্কেট এ না জেনে বুঝে ট্রেড করে লস করে কেও যদি শুরুর দিখে ভাল করে শিখে তা মার্কেট এ কাজে লাগিয়ে ট্রেড করে তাহলে যে ফরেক্স মার্কেট এ অ্যাকাউন্ট জিরো করবে না সে ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করবে আমি বাংলাদেশ এ অনেক ট্রেডার দেখছি তারা ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করে আসছে এখও তারা লাভ করছে ফরেক্স মার্কেট এ
-
প্রায় সব নতুন ট্রেডাররাই লসের মধ্যে থাকেন কারন তাদের চিন্তা খুব দ্রুত টাকা উপার্যন করা যার কারনে শুধু ট্রেড করার চিন্তা থাকে কোন প্রকারের সিস্টেম এর উপর কাজ করেন না। ফরেক্স মার্কেট এ একটি বিষয় সত্য সেটা হলো আপনাকে সিস্টেম এর উপর নজর দিতে হবে আয়ের উপর নয়। আপনার সিস্টেম যত শক্তিশালী হবে আপনার আয় ততবেশী হবে। নবাগত ট্রেডারগন মার্কেট এ প্রথম শুরু করেন রিয়েল ট্রেড দিয়ে কারন চিন্তা একমাত্র উপার্যনের যার কারনে লস করেন। আর যার একবার লস করার পর স্টাডি করেন এবং ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নেন পরবর্তীতে তিনি তত লাভবান হন।
-
ফরেক্স এ ইনভেস্ট এর প্রথম ব্যালেন্স টিকিয়ে রাখতে পেরেছে এমন ট্রেডার খুজে পাওয়া কঠিন। মিনিমাম এক বছর ফরেক্স রিয়েল ট্রেড করলে ট্রেড সম্পর্কে মোটামুটি একটা ধারনা পাওয়া যাবে। ফরেক্স এ ট্রেড করলে ডেমোতে তেমন লাভ নেই। কারন ডেমোতেে ইমোশন বেশি থাকে। বড় ব্ড় লটে ট্রেড করা হয়।
-
99.9% ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয় সতর্কতার সাথে যোগাযোগ করা উচিত। দক্ষতা, অভিজ্ঞতা এবং কৌশলের মত বিষয়গুলির উপর ভিত্তি করে সাফল্যের হার পরিবর্তিত হয়। আপনার সাফল্যের সম্ভাবনা বাড়ানোর জন্য ট্রেডিং দক্ষতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজার বোঝার উন্নতিতে ফোকাস করুন। ব্যক্তিগত ফলাফল ব্যাপকভাবে ভিন্ন.