-
ইনভেস্ট করবেন!
আমরা অনেকেই ইনভেস্ট করতে চাই বা যাই। ইনভেস্ট বলতে আসলে কি বুঝি? আমরা অনেকেই হয়ত বা জানি না ইনভেস্ট কি। আবার অনেকেই আমার থেকেও অনেক ভাল পরিমাণে জানেন। যারা জানেন না তাদের জন্য।
শুধু মাত্র টাকা বা ডলারই ইনভেস্ট করা বলে না। আপনি যে সময়টা এখানে দিচ্ছেন তাও ইনভেস্ট। সঠিক ভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করেন ভাল রিটার্ন পাবেন।
-
হ্যা ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং বেশ ভাল একটা কথা বলেছেন। আমিও আপনার সাথে একমত। তাই আমার প্রতিনিয়তই বেশির ভাগ পোস্টে আমি এই কথাটাই সকলকে বোঝাতে চেয়েছি যে, এখানে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে সফলতা পেতে হলে তাকে অবশ্যই এই মার্কেটকে যথেষ্ট সময় দিতে হবে। সুতরাং এখানে যত বেশি সময় দিতে পারবেন, তইই আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন।
-
কিছুই বুঝতে পারলাম না। মাথার উপর দিয়ে গেল। চেষ্টা করছি বোঝার জন্য কিন্তু মনে হল এই বিষয়টা আমার জন্য না। আমি আপনার লেখা পড়ে বুঝার চেষ্টায় আছি। দেখি বুঝতে পারি কি না।
-
আজিজ ভাই 100% সঠিক বলছেন,ধন্যবাদ৷ফরেক্স মার্কেটে আমি গত ৪ বছরে বিচরণ করে বুঝতে পারছি যে-এখানে আসলে শুধুই ডলার বা পুঁজি ইনভেষ্টের কোনো মুখ্য বিষয় নাই৷এখানে আমাদের দীর্ঘ সময় ইনভেষ্ট করতে হয়-হতে পারে ৫ বছর !আমাদের ধৈর্য্য,মেধা,একাগ্রতা,নিয়ম শৃঙ্খলা...অর্থাৎ নিজেদের ভেতরের সুপ্ত গুণাবলীগুলোর এক বিশেষ ধরনের ইনভেষ্ট করতে হয়৷যেমন আমাদের কিছু বদ অভ্যাস-বাইরে অহেতুক আড্ডা,বাজে ও বাড়তি কথা বলা,অহেতুক নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে সময় নষ্ট করা,অনলাইনে অন্যান্য ফালতু কাজে সময় নষ্ট করা...ইত্যাদি বদ অভ্যাসগুলো দূর করে সময়ের সদব্যাবহার করাও একটা বড় ধরনের ইনভেষ্ট৷
-
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ শুধু টাকা ইনভেস্ট করলে হবে না সময় ও ইনভেস্ট করতে হবে ফরেক্স মার্কেট এ ট্রেড শিখে তা ভাল করে ফরেক্স মার্কেট এ কাজে লাগাতে হবে কম রিস্ক নিয়ে বেশি লাভ করা যায় কি করে জানতে হবে ফরেক্স মার্কেট এ অনেকে আছে না জেনে বুঝে ট্রেড করে তাই জেনে বুঝে সময় দিতে হবে আর তা কাজে লাগাতে হবে ফরেক্স মার্কেট এ
-
আমি আমার দ্বারা বোঝাতে গেলে আমি এখনো ফরেক্স মার্কেটে নিতান্তই নতুন একটি শিশু এখানে আমার ফরেক্স সংক্রান্ত জ্ঞান খুবই সামান্য আমি যদি এখন নিজেই ইনভেস্ট করি তাহলে আমি খুব সহজে তা হারিয়ে ফেলব তাই আমি মনে করি ফোরামে বোনাস এর মাধ্যমে আরও বেশি দক্ষতা অর্জন করে আমাকে পরবর্তীতে ইনভেস্ট করে ফরেক্স করতে হবে কারণ এখনো আমার জ্ঞান শূন্যের কোঠায় রয়েছে পড়েছিল একটি বিশাল সমুদ্র যেখানে শিক্ষার কোন শেষ নেই
-
আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং বেশ ভাল একটা কথা বলেছেন। আমিও আপনার সাথে একমত। তাই আমার প্রতিনিয়তই বেশির ভাগ পোস্টে আমি এই কথাটাই সকলকে বোঝাতে চেয়েছি যে, এখানে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে সফলতা পেতে হলে তাকে অবশ্যই এই মার্কেটকে যথেষ্ট সময় দিতে হবে।ফরেক্স মার্কেটে নিতান্তই নতুন একটি শিশু এখানে আমার ফরেক্স সংক্রান্ত জ্ঞান খুবই সামান্য আমি যদি এখন নিজেই ইনভেস্ট করি তাহলে আমি খুব সহজে তা হারিয়ে ফেলব তাই আমি মনে করি ফোরামে বোনাস এর মাধ্যমে আরও বেশি দক্ষতা অর্জন করে আমাকে পরবর্তীতে ইনভেস্ট করে।সুতরাং এখানে যত বেশি সময় দিতে পারবেন, তইই আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন।যেমন আমাদের কিছু বদ অভ্যাস-বাইরে অহেতুক আড্ডা,বাজে ও বাড়তি কথা বলা,অহেতুক নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে সময় নষ্ট করা,অনলাইনে অন্যান্য ফালতু কাজে সময় নষ্ট করা ইত্যাদি বদ অভ্যাসগুলো দূর করে সময়ের সদব্যাবহার করাও একটা বড় ধরনের ইনভেষ্ট৷