-
টার্গেট ফিলআপ!
মাসের টার্গেট ফিল আপ হয়ে গেছে গত কাল কে। কিন্তু এখনও আমার প্লাটফর্মে ট্রেড রানিং আছে তিন টা। যার দুইটা ট্রেডই আজকে নেওয়া। নিজেই নিজের সিস্টেম এর বাইরে চলে যাই। আর ভাল লাগে না। এভাবে চলতে থাকলে আমি লস খাব না তো অন্য কেউ? কেউ একটু ভাল কোন সাজেশন দেন এই বিপদ থেকে মুক্তি পাবার উপায় সহ। সবাইকে ধন্যবাদ।:woo:
-
সাজেশন আমরা একে অন্যের কাছে ঠিকই চাই অথচ বাস্তবে কাজে কেউই কারোর সাজেশন পালন করি না,উল্টা আরোও দোষারোপ করতে লেগে যাই৷এজন্য কেউ কাউকে সাজেশন না দিয়ে প্রত্যেককে নিজ দায়িত্বে ট্রেড ওপেন+ক্লোজ করার সুযোগ দিবেন৷তাছাড়া ফরেক্স মার্কেটে নগদ ডলারের লেনদেন হচ্ছে৷এখানে প্রফিটের জন্য বাস্তব ও সঠিক একটা সাজেশনের জন্য অনেক মূল্য দিতে হয়৷ফালতু-ভূয়া সাজেশন তো আর অভাব নাই যেগুলো কোনোও কাজে আসেনা৷আপনি কোন কোন পেয়ারে কী ধরনের এনালাইসিসের স্বাপেক্ষে কী কী এন্ট্রী করেছেন এবং tp-sl কিভাবে সেট করেছেন-সেটা আপনি ছাড়া অন্য কেউই বুঝবে না৷অতএব ফরেক্স ট্রেডে আমি অধম অন্তত কাউকে কোন প্রকার সাজেশন দেইও না এবং অন্যের সাজশন কর্ণপাতও করি না৷এখানে নগদ ডলারের কারবার !!!
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার প্রথম শর্ত হলো প্রথমে অবশ্যই খুব ভালোভাবে এনালাইসিস করতে হবে আর সবথেকে ভালো হয় যদি নিউজ পরবর্তী সময়ে ট্রেড করা যায় তাহলে একটু ভালো ফলাফল অর্জন করা সম্ভব তবে এর জন্য অবশ্যই নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে প্রথমে গড়ে তুলতে হবে না হলে ফরেক্স মার্কেটে যদি নিজের স্বাধীনতা ইচ্ছামতন প্রয়োগ করা হয় তাহলে খুব তাড়াতাড়ি একাউন্ট লসের সম্মুখীন হবে