-
রেঞ্জবাউন্ড ট্রেডিং
যখন একটি নির্দিষ্ট বাউন্ডারি বা এরিয়ার ভেতর মার্কেট মভমেন্ট তথা ট্রেডিং পরিচালিত হয় তাকে রেঞ্জবাউন্ড টেডিং বলে। মূলত ৮০% সময়ে এ সিস্টেমে মার্কেট পরিচালিত হতে দেখা যায়। কারন সবসময় মার্কেট ভলাটিলিটি হাই থাকে না। রেঞ্জবাউন্ড ট্রেডিং অনেক ট্রেডারদের কাছে খুব্ই জনপ্রিয় একটি মেথড। এই পদ্ধতিতে ট্রেডারকে অবশ্যই ট্রেডিং রেঞ্জ এরিয়া অর্থাৎ দুটি এক্সট্রিম ট্রেডিং লেভেল সাপোর্ট অ্যান্ড রেসিসটেনস বুঝতে হয়।
-
হ্যা ভাই রেন্জের মধ্যে ট্রেড করতে হলে আপনাকে মার্কেটের সাপোর্ট ও রিজিসটেন্স গুলোকে বের করে কাজ করতে হবে। এবং এর পাশাপাশি এটাও দেখতে হবে যে মার্কেটটি বাউনসিং পজিশনে কিংবা ভোলেটাই পজিশনে রয়েছে কিনা। তারপর আপনি প্রপার রেন্জেটা খুঁজে সঠিক জায়গায় ট্রেড নিতে পারেন। এই সিস্টেমে এখানে অনেক ট্রেডারই ট্রেড করতে বেশি পছন্দ করেন।
-
range bound ট্রেড হচ্ছে একটি নির্দিষ্ট সাপোর্ট বা রেসিসটেন্স লেভেলের মাঝখানে কয়েকবার market price movement করে অর্থাৎ ওই রেঞ্জের ভিতর বা ঐ নির্দিষ্ট সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল এর মাঝে traderগণ কয়েকবার buy/sell করতে থাকেন৷সাধারণত অফ-সেসনেই traderগণ এই ধরনের ট্রেড করেন এবং পরবর্তী মুভমেন্টের জন্য অপেক্ষায় থাকেন৷এই range bound ট্রেড করা খুবই রিস্কি যদি কোন প্রকার অভিজ্ঞতা ও দক্ষতা না থাকে৷তাই প্রথমেই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলো ভালোভাবে চিনতে হবে,জানতে হবে৷ তাহলে range bound ট্রেড করা সম্ভব হবে৷
-
আপনার পোস্ট এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে জানতে পারলাম আমি আগে এই রকম ট্রেডিং সিস্টেম এ ট্রেড করি নাই আমি ট্রেড করে মার্কেট ট্রেন্ড যে দিকে থাকে সেই দিকে তাই আমার লাভ হলে অনেক বড় বড় লাভ হয় ফরেক্স মার্কেট এ তবে ফরেক্স মার্কেট এ যে কোন ট্রেডিং সিস্টেম এ লেগে থাকলে সেই ট্রেডিং সিস্টেম থেকে লাভ বের করে আনা সম্ভব তাই একটা ট্রেডিং সিস্টেম ট্রেড করা ভাল
-
আসলে ফরেক্স মার্কেট আমি একজন নতুন ট্রেডার আমি জানিনা আমি এবিষয়টি প্রথমবারের মতো এই নামটি শুনলাম যাইহোক বিষয়টি জানলাম এবং বোঝার চেষ্টা করলাম পরবর্তীতে এটি আমি বাস্তবে অর্থাৎ প্রাক্টিক্যাল করার চেষ্টা করব